shono
Advertisement

Breaking News

পর্নস্টারকে হেনস্তার অভিযোগ থেকে মুক্তি পেলেন ওয়ার্ন

ঠিক কী হয়েছিল ঘটনাটি? The post পর্নস্টারকে হেনস্তার অভিযোগ থেকে মুক্তি পেলেন ওয়ার্ন appeared first on Sangbad Pratidin.
Posted: 08:47 PM Sep 25, 2017Updated: 03:17 PM Sep 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেন ওয়ার্ন ও বিতর্ক, একে অপরের সমার্থক শব্দই বলা চলে। এর আগে বহুবার নারীসঙ্গে জড়িয়েছে প্রাক্তন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের নাম। অবসরের পরে নয়, ক্রিকেট জীবনেও একাধিক বার খবরের শিরোনামে উঠে এসেছিলেন কিংবদন্তি এই লেগ স্পিনার। সম্প্রতি তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল লন্ডনের একটি নাইটক্লাবে পর্নস্টার ভ্যালেরি ফক্সকে হেনস্তা করার। সোশ্যাল মিডিয়াতে সেই নিয়ে টুইটও করেছিলেন ফক্স। জানিয়েছিলেন, অজি লেগস্পিনার নাকি তাঁকে ঘুষি মেরেছেন। আর এরপরই তৈরি হয়েছিল বিতর্ক। তবে শেষপর্যন্ত অবসান ঘটল সেটার। শেন ওয়ার্নকে স্বস্তি দিয়ে লন্ডন পুলিশ জানিয়ে দিল, তিনি সম্পূর্ণ নির্দোষ।

Advertisement

[পদ্মভূষণ দেওয়া হোক সিন্ধুকে, সুপারিশ ক্রীড়ামন্ত্রকের]

ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, গত শুক্রবার লন্ডনের একটি নাইটক্লাবে গিয়েছিলেন শেন ওয়ার্ন। সেখানে উপস্থিত ছিলেন ভ্যালেরি ফক্সও। কিছুক্ষণ পরেই নাকি দু’জনের বচসা হয়। আর তারপরই ফক্সের গায়ে হাত তোলেন, তাঁকে ঘুষিও মারেন। এমনকী ঘুষির চোটে মাটিতে পড়ে যান ওই পর্নস্টার। এমনটাই অভিযোগ। কোনও কোনও প্রত্যক্ষদর্শীও সেকথা মেনে নেন। এরপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। সেই ছবিও পোস্ট করেন টুইটারে।পাশাপাশি আঘাতের একটি ছবি পোস্ট করেন নিজের টুইটার হ্যান্ডেলে। সঙ্গে টুইট করেন, ‘একজন মহিলার গায়ে হাত তুলে খুব গর্ববোধ করছ? নিষ্ঠুর প্রাণী।’

 

বিভিন্ন সংবাদমাধ্যমে নিজের নামে এই অভিযোগ দেখে বিস্মিত হয়ে যান তিনি। এরপরই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে একটি বিবৃতি দিয়ে বলেন, ‘এক সময়ে আমার বিরুদ্ধে এক মহিলাকে হেনস্তা করার মিথ্যে অভিযোগের খবর দেখে চমকে গিয়েছিলাম। আমি পুলিশকে সবরকম সাহায্য করেছি। ওঁরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন। পুলিশ জানিয়েছে, আমার বিরুদ্ধে কোনও অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। আমার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। পুরো ব্যাপারটিই মিটে গিয়েছে।’

 

The post পর্নস্টারকে হেনস্তার অভিযোগ থেকে মুক্তি পেলেন ওয়ার্ন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার