shono
Advertisement

‘বাহান্নতেও তুমি এত ফিট কী করে’, ইডেনের আড্ডায় কাফুকে বললেন সৌরভ

কে সেরা, পেলে না মারাদোনা? কাফুর কাছে প্রশ্ন সৌরভের।
Posted: 09:33 AM Nov 08, 2022Updated: 09:44 AM Nov 08, 2022

দুলাল দে: অবশেষে দেখা হল দুই মহানায়কের। আর প্রথম সাক্ষাতেই মারাদোনা ভক্ত হিসেবে প্রাক্তন জাতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সরাসরি জিজ্ঞাসা করে বসলেন বিশ্বকাপ জয়ী ব্রাজিল অধিনায়ক কাফুকে–‘কে সেরা, পেলে না মারাদোনা (Diego Maradona) ?’

Advertisement

সৌরভের প্রশ্ন শুনেই হেসে উঠলেন কাফু (Cafu)। দোভাষী এডুর মাধ্যমে বললেন, ‘‘দু’জনেই বড়। এভাবে তুলনা করা যায় না।’’ কাফুর জন্য সৌরভের বাউন্সার অবশ্য এখানেই শেষ নয়। এবার সৌরভের প্রশ্ন, ‘‘তাহলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না মেসি?’’ এবারও জোরে হেসে উঠলেন কাফু। তবে এই বিতর্কিত ইস্যুতে আর মুখ বন্ধ রাখলেন না। বললেন, ‘‘অবশ্যই মেসি।’’ বিশ্বজায়ী অধিনায়কের জবাব শুনেই এবার সৌরভ হেসে বললেন, ‘‘লাতিন আমেরিকা বলেই হয়তো তুমি মেসির দিকে।’’ এবার কাফুর আরেক প্রস্থ হাসার পালা।

[আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়ালের সামনে লিভারপুল, সাঁ জাঁ-র মুখোমুখি বায়ার্ন]

কলকাতায় পা দেওয়ার দিন থেকেই পরিকল্পনা ছিল, কাফুর সঙ্গে সাক্ষাৎ হবে সৌরভের। কিন্তু সৌরভের ব্যস্ততার কারণে দুই মহানায়কের সেই মুখোমুখি সাক্ষাতটাই হচ্ছিল না। ইতিমধ্যেই ভারতীয় ক্রীড়া জগতের আরেক তারকা লিয়েন্ডার পেজের সঙ্গে শুধু আলাপই হয়নি, এক সঙ্গে ফুটবলও খেলেছেন। এদিন সকালে অনুষ্ঠান ছিল বারাসতের অ্যাডামাস ইউনিভার্সিটিতে। সেখান থেকেই সোজা ইডেনে। সৌরভ তখন একটি বিজ্ঞাপনী শুটিংয়ে ইডেনের ভিতর মেকআপ ভ্যানে বসে ছিলেন। দোভাষী সঙ্গী করে সস্ত্রীক সেই মেকআপ ভ্যানে গিয়ে সৌরভের সঙ্গে আড্ডায় মাতলেন কাফু।

৫২-তেও টানটান চেহারার কাফুকে দেখে সৌরভের প্রশ্ন, ‘‘আমার ৫০। তোমার ৫২। কিন্তু এই বয়সেও এত ফিট কীভাবে থাকো? তোমার ট্রেনিং শিডিউলটা জানালে ভাল হয়।’’ সঙ্গে সঙ্গে কাফুর উত্তর, ‘‘এখনও প্রতিদিন ১৫ কিলোমিটার দৌড়োই আমি। ব্রাজিলের বেশিরভাগ প্রাক্তন ফুটবলারই খেলা ছাড়ার পরই মোটা হয়ে গিয়েছে। শরীরটাকে ধরে রাখার জন্য তাই রোজ আমাকে দৌড়তে হবেই।’’ পাশ থেকে কাফুর স্ত্রী জানালেন, তিনি রোজ দৌড়ন ১০ কিলোমিটার। এবার সৌরভের কাছে কাফু জানতে চাইলেন, ক্রিকেটারদের ট্রেনিং পদ্ধতি। মহারাজ জানালেন, সারাদিন ধরে কোচের কাছে ক্রিকেটারদের ট্রেনিং শিডিউল কীভাবে ঠিক হয়। কিন্তু কাফু কি কখনও ক্রিকেট খেলা দেখেছেন, প্রাক্তন ব্রাজিল অধিনায়কের কাছে জানতে চাইলেন সৌরভ। কাফু জানালেন, ইংল্যান্ডে একবার ক্রিকেট দেখেছিলেন তিনি।

সৌরভ জানালেন, একজন ফুটবল সমর্থক হিসেবে ব্রাজিলকে ঘিরে তাঁর আবেগের কথা। ‘‘২০১৪-বিশ্বকাপের সেমিফাইনাল, ফাইনাল যাব বলে সব ঠিক করে রেখেছিলাম। কিন্তু সেমিফাইনাল ম্যাচের সময় ইন্ডিয়া-ইংল্যান্ডের ম্যাচ থাকার জন্য আটকে যাই। ঠিক করি ব্রাজিল ফাইনালে উঠলেই ব্রাজিল উড়ে যাব। আর জার্মানির বিরুদ্ধে ম্যাচের দিনই ইন্ডিয়া-ইংল্যান্ড খেলা ছিল। কাজ শেষ করে রুমে এসে ম্যাচটা দেখার জন্য টিভি অন করেই চমকে যাই। ভাবছিলাম ঠিক দেখছি তো, না কি চোখ খারাপ হয়ে গিয়েছে? ম্যাচের কিছুটা সময় হয়েছে, আর ম্যাচের ফল দেখাচ্ছে, জার্মানি-৪, ব্রাজিল-০! এরপর আর ব্রাজিলে ম্যাচ দেখতে যাওয়া হয়নি।’’ সেদিনের ৭ গোলে বিপর্যস্ত হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কাফু বললেন, ‘‘পুরো টিমটার সেদিন নার্ভ ব্রেকডাউন হয়ে গিয়েছিল। একেক দিন এরকম হয়ে যায়।’’

ব্রাজিল সমর্থক হওয়ার পাশাপাশি সৌরভ যে মারাদোনার ভক্ত সেই কথাও কাফুকে জানিয়ে দেন তিনি। ২০০২-তে ব্রাজিল দলের অধিনায়ক ছিলেন কাফু। সৌরভ বলে উঠলেন, ‘‘বাহ, আমাদের তো বেশ মিল। ২০০২-তে আমিও তো জাতীয় দলের অধিনায়ক।‌’’
এরকমভাবেই দুই চ্যাম্পিয়ন ক্রীড়াবিদের মেকআপ ভ্যানের ভিতরে আড্ডা চলল প্রায় ২০ মিনিটের মতো। একজন চ্যাম্পিয়ন, আরেকজন চ্যাম্পিয়নকে কাছে পেলে সম্ভ্রম-শ্রদ্ধায় যেভাবে এক অপরকে আপন করে নেন, এদিন ইডেনের ২০ মিনিট সৌরভ আর কাফুকে ঘিরে তৈরি হয়েছিল, সেই আবহ।

ইডেন ছেড়ে নিজের হোটেলে ফিরে গেলেন কাফু। কিন্তু সৌরভের মনে জায়গা রেখে গেলেন চিরকালের জন্য।

[আরও পড়ুন: তোমাদের কাজ সহজ করে দিলাম, জিতে ফিরো, বাবরকে বলেছিলেন নেদারল্যান্ডসের ব্যাটার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement