shono
Advertisement

Breaking News

নির্বাসনের বিরুদ্ধে রাশিয়ার আবেদন খারিজ ক্রীড়া আদালতের

এদিন একটি বিজ্ঞপ্তিতে সিএএস জানায়, রাশিয়ান ওলিম্পিক কমিটি অ্যাথলিটদের নির্বাসন তুলে নেওয়ার জন্য যে আবেদন জানিয়েছিল, তা খারিজ করে দেওয়া হয়েছে৷ The post নির্বাসনের বিরুদ্ধে রাশিয়ার আবেদন খারিজ ক্রীড়া আদালতের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:02 AM Jul 22, 2016Updated: 06:32 PM Jul 21, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ান অ্যাথলিটদের উপর থেকে নির্বাসন তোলা হচ্ছে না৷ বৃহস্পতিবার কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) সাফ জানিয়ে দিল, ডোপ কেলেঙ্কারিতে জড়িত অ্যাথলিটরা আসন্ন রিও ওলিম্পিকে অংশ নিতে পারবেন না৷

Advertisement

এদিন একটি বিজ্ঞপ্তিতে সিএএস জানায়, রাশিয়ান ওলিম্পিক কমিটি অ্যাথলিটদের নির্বাসন তুলে নেওয়ার জন্য যে আবেদন জানিয়েছিল, তা খারিজ করে দেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, রাশিয়াকে সব ধরনের খেলা থেকেই সাসপেন্ড করা হবে কি না, তা আন্তর্জাতিক ওলিম্পিক সংস্থার (আইওসি) সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সিএএস৷ উল্লেখ্য, ডোপ কেলেঙ্কারির সঙ্গে নাম জড়ানোয় ৬৮ জন রাশিয়ান অ্যাথলিটের নাম ছেঁটে ফেলেছিল আন্তর্জাতিক ওলিম্পিক সংস্থা (আইওসি)৷ নির্বাসিত অ্যাথলিটদের দাবি ছিল, তাঁরা ডোপ কেলেঙ্কারির সঙ্গে কোনওভাবেই যুক্ত নয়৷ তাই তাঁদের রিওর ছাড়পত্র দেওয়া উচিত৷ নির্বাসিত অ্যাথলিটদের পাশে দাঁড়িয়ে তাঁদের উপর থেকে নির্বাসন তুলে নেওয়ার আবেদন জানিয়েছিল রাশিয়ান ওলিম্পিক কমিটি৷ এদিন তারই রায় ঘোষণা করল আদালত৷ সিএএস-এর রায়ে বেশ বিপাকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷

এদিকে গত সোমবার আরও একটি রিপোর্ট প্রকাশ্যে আনে বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থা৷ সেই রিপোর্টের ভিত্তিতে দু’জন রাশিয়ান ভারোত্তলক ডোপ পরীক্ষায় ফেল করে নির্বাসিত হয়েছেন৷ এর পাশাপাশি ২০১৪ সোচি উইন্টার ওলিম্পিক ও তার আগের কিছু প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাশিয়ান অ্যাথলিটদেরও ফের ডোপ পরীক্ষা করে দেখা হবে৷ ফলে গোটা রাশিয়াকেই ওলিম্পিক থেকে বাদ দেওয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

The post নির্বাসনের বিরুদ্ধে রাশিয়ার আবেদন খারিজ ক্রীড়া আদালতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement