shono
Advertisement

OMG! ওয়ানডে ম্যাচে একাই ৪৯০ রান এই তরুণ ব্যাটসম্যানের

রেকর্ড গড়ে উচ্ছ্বসিত ব্যাটসম্যান। The post OMG! ওয়ানডে ম্যাচে একাই ৪৯০ রান এই তরুণ ব্যাটসম্যানের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:49 PM Nov 19, 2017Updated: 01:19 PM Nov 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে ম্যাচে ৪৯০ রান। শুনে মনে হতেই পারে, এখন ব্যাটসম্যানরা যেভাবে মারকাটারি হয়ে উঠেছে, তাতে কোনও দল এই রান অবিশ্বাস্য কিছু নয়। কিন্তু যদি জানতে পারেন, একজন ব্যাটসম্যানই এই কীর্তি করেছেন! তাহলে? অবাক হওয়াটাই স্বাভাবিক। এমনই চমকে দেওয়া ইনিংস খেলেছেন দক্ষিণ আফ্রিকার এক ব্যাটসম্যান।

Advertisement

[আপনার এই পদক নেওয়া উচিত নয়, সুশীলকে কেন এ কথা বললেন ফারহান?]

শনিবার ছিল শেন ড্যাডসওয়েলের ২০তম জন্মদিন। আর জন্মদিনে নিজেই নিজেকে দুর্দান্ত এক উপহার দিলেন। এনডব্লিউইউ পুক্কের হয়ে পোচে বাইশ গজে নেমেছিলেন। প্রতিপক্ষ পোচ ডর্প ফার্স্ট। আর তাদের বিরুদ্ধে শুরু থেকেই খুলে ব্যাট চালাতে শুরু করলেন। ১৫১টি বলে হাঁকালেন ৫৭টি ছক্কা ও ২৭ টি চার। এখানেই শেষ নয়, এমন বিধ্বংসী ব্যাটিংয়ের পর আবার হাত ঘুরিয়েও ৩২ রানে দুটি উইকেট তুলে নেন তিনি। জানা যাচ্ছে, ক্রিজে তাঁর যোগ্য সঙ্গী হয়ে ওঠেন রুয়ান হাসব্রোক। ৫৪ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন তিনি। তবে শেনের চোখ ধাঁধানো ইনিংসের সৌজন্যেই মাত্র তিন উইকেটে ৬৭৭ রানে থামে শেনের দল। ওয়ানডেতে এত বড় স্কোর আন্তর্জাতিক ক্রিকেট তো নয়ই, ঘরোয়া ক্রিকেটেও যেন ভাবা যায় না। কিন্তু শনিবার এমন অবিশ্বাস্য ঘটনাই ঘটিয়েছেন শেন। রানের পাহাড় তাড়া করতে নেমে ৯ উইকেট খুইয়ে ২৯০ রানেও শেষ হয়ে যায় বিপক্ষের ইনিংস।

[রানে ফিরল ধাওয়ান-রাহুল জুটি, ড্রয়ের দিকেই ঝুঁকে ইডেন টেস্ট]

টুইট করে এখবরের সত্যতাও স্বীকার করে নিয়েছেন ক্রিকেটের পরিসংখ্যানবিদ মোহনদাস মেনন। তিনি জানান, ৪৯০ রান করে রেকর্ড গড়েছেন শেন। তাও আবার নিজের জন্মদিনে। রেকর্ড গড়ে উচ্ছ্বসিত তরুণ প্রোটিয়া ব্যাটসম্যানও।

The post OMG! ওয়ানডে ম্যাচে একাই ৪৯০ রান এই তরুণ ব্যাটসম্যানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার