সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওলেন মেসি ভিনগ্রহের ফুটবলার। বিশ্বসেরা এলএম টেনকে নিয়ে এমন মন্তব্য অনেকবারই শোনা গিয়েছে। কিন্তু বাইশ গজে বিরাট কোহলিকে ভিনগ্রহের ব্যাটসম্যান বললে কি বাড়িয়ে বলা হবে? না, বিশেষজ্ঞরা অন্তত বলছেন, এ কোহলিকে সত্যিই কোনও সংখ্যায় বেঁধে রাখা সম্ভব হবে না। রেকর্ডের নিরিখে বিদ্যুৎ গতিতে এগিয়ে চলেছেন তিনি। যত দিন যাচ্ছে, ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন। ব্যাট হাতে প্রমাণ করছেন উলটোদিকে যেই থাকুক, ক্রিজে তিনিই রাজা। আর তাই তাঁর রাজত্বই চলবে।
[কেরিয়ারের সায়াহ্নে এসেও রাজা রজার, এটিপি ব়্যাঙ্কিংয়ে ফের শীর্ষে সুইস তারকা]
বীরেন্দ্র শেহবাগ ইতিমধ্যেই ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের আসনে বসিয়েছেন বিরাটকে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের আগ্রাসনের সঙ্গে তুলনাও টেনেছেন। তবে শুধু নেতা হিসেবেই নয়, ব্যাটসম্যান বিরাটও মন জয় করেছেন কিংবদন্তির। তাই বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই ক্যাপ্টেন কোহলিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন বীরু। তাঁর মতে, ওয়ানডে-তে বিরাটের নামের পাশে অন্তত ৬২টি সেঞ্চুরি লেখা থাকবে। অর্থাৎ শতরানের সংখ্যায় মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরকেও যে পিছনে ফেলে দেবেন বিরাট, এ নিয়ে আর কোনও সন্দেহই নেই প্রাক্তনদের। সেঞ্চুরিয়নে ৩৫ তম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়ে শুধু দেশবাসীর নয়, গোটা বিশ্বের মন জয় করেছেন ভারতীয় অধিনায়ক। ওয়াঘার ওপারেও ছবিটা আলাদা নয়। পাক মুলুকেও তাঁকে নিয়ে চর্চা তুঙ্গে। বিরাটের একাগ্রতা, ধৈর্য থেকে শিক্ষা নিচ্ছেন পাক মহিলা ক্রিকেট দলও।
সে দেশের মহিলা ক্রিকেট টিমের অনেকে এখন কোহলিতে মজেছেন। দুই পাক মহিলা ক্রিকেটার ভারত অধিনায়কের প্রশংসা করেছেন মন খুলে। তবে মহিলা ক্রিকেটারদের বিরাট প্রেম নতুন ব্যাপার নয়। ইংল্যান্ডের মহিলা দলের ক্রিকেটার ড্যানিয়েল ওয়াট তো ভারত নেতার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাঁকে বিয়ের প্রস্তাবই দিয়ে বসেছিলেন। দক্ষিণ আফ্রিকায় বিরাট দাপটে সিরিজ জয়ের পর এবার পাক দলের মহিলা ক্রিকেটাররাও প্রশংসায় ভরালেন তাঁকে।
[প্রোটিয়াদের হেলায় হারিয়ে সিরিজ ভারতের, রান তাড়ায় সর্বকালের সেরা বিরাট]
বিরাট কোহলি এখনও পর্যন্ত দেশের প্রথম ক্রিকেটার যিনি একই একদিনের সিরিজে তিনটি শতরান করেছেন। এবং প্রথম ক্রিকেটার যিনি দ্বিপাক্ষিক সিরিজে প্রথম ৫০০ রান করেছেন। তবে এত প্রশংসা সত্ত্বেও মাটিতেই পা তাঁর। বলছেন, “প্রশংসায় ভেসে স্বপ্নলোকে পৌঁছে যেতে চাই না। আমাদের কাজ ভাল খেলা। সেটাই করে যেতে হবে। তাই ফোকাস শুধু ক্রিকেটেই থাকবে।” তাঁর কথাতেই স্পষ্ট, সফল ব্যাটসম্যানের পাশাপাশি বিরাট এখন পরিণত নেতাও বটে।
The post ওয়ানডে কেরিয়ারে ক’টা সেঞ্চুরি করবেন কোহলি, ভবিষ্যদ্বাণী করলেন শেহবাগ appeared first on Sangbad Pratidin.