সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ২৬ বছর বয়েসেই টেস্ট ক্রিকেটকে (Test Cricket) বিদায় জানালেন ওয়ানিন্দু হাসরাঙ্গা (Wanindu Hasaranga)। সীমিত ওভারের ফরম্যাটে অনেক সাফল্য পেলেও, মাত্র ৪টি টেস্ট ম্যাচ খেলেছেন। আর তাই হয়তো সবাইকে চমকে দেওয়া সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কার (Sri Lanka) তারকা লেগ স্পিনার। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (Sri Lanka Cricket Board) তাঁর অবসরের কথা ঘোষণা করা হয়েছে। এসএলসি-র তরফ থেকে টুইটারে জানানো হয়, ‘জাতীয় পুরুষ দলের অলরাউন্ডার ওয়ানিন্দু হাসরাঙ্গা বোর্ডকে টেস্ট ক্রিকেট থেকে তাঁর অবসর ঘোষণার কথা জানিয়েছেন।’
কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন? সেটা নিজেই খোলসা করেছেন হাসরাঙ্গা। তিনি বলেন, “সামনেই এশিয়া কাপ। এরপর রয়েছে বিশ্বকাপ। এই দুটি ইভেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এশিয়া কাপে আমাদের দেশে আয়োজিত হবে। সেখানে বিশ্বকাপ ভারতের মাটিতে। এমন উইকেটে আমি অতীতে সাফল্য পেয়েছি। তাই সীমিত ওভারের ফরম্যাটে নিজেকে মেলে ধরার জন্যই টেস্ট থেকে অবসর জানালাম। নিজের ক্রিকেটীয় কেরিয়ারকে আরও লম্বা ও সীমিত ওভারে ভাল পারফরম্যান্স করার জন্যই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।”
[আরও পড়ুন: শ্রেয়সদের ব্যাটিং ভিডিও পোস্ট করলেও, ঋষভ কবে মাঠে ফিরবেন? জানতে পড়ুন]
২০২০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটান লেগ স্পিনার। শেষ টেস্ট খেলেছিলেন ২০২১ সালে। বিপক্ষ ছিল বাংলাদেশ। লাল বলের ফরম্যাটে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। নিয়েছেন মাত্র ৪ উইকেট।
সেদিক থেকে দেখতে গেলে টি-টোয়েন্টি ও একদিনের ফরম্যাটে হাসরাঙ্গার পারফরম্যান্স দারুণ। ৪৮টি একদিনের ম্যাচে নিয়েছেন ৬৭ উইকেট। সেরা পারফরম্যান্স সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ালিফায়ারে। নিয়েছিলেন ২৪ রানে ৬ উইকেট। সেখানে টি-টোয়েন্টি ফরম্যাটে ৫৮টি ম্যাচে ৯১টি উইকেট নিয়েছেন তিনি। এই ফরম্যাটে তাঁর সেরা বোলিং ভারতের বিরুদ্ধে। ২০২১ সালে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন হাসরাঙ্গা।
[আরও পড়ুন: চোট সারিয়ে ওঠা বুমরাহের নেতৃত্বে আয়ারল্যান্ড উড়ে গেল টিম ইন্ডিয়া, দেখুন ভাইরাল ছবি]
২০২২ সালে এশিয়া কাপ জয়ের ব্যাপারে অনেক বড় অবদান ছিল এই লেগ স্পিনারের। ৬ ম্যাচে তিনি নিয়েছিলেন ৯ উইকেট। এছাড়াও গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএলেও ক্রমাগত ভাল বোলিং করেছেন হাসরাঙ্গা।