shono
Advertisement

Breaking News

বিশ্বকাপের টিকিট পাচ্ছেন না বিধায়করাও! ক্ষোভ স্পিকারের, তড়িঘড়ি দেখা করে এলেন CAB সভাপতি

২৫০০ টাকার টিকিট বিকোচ্ছে ১১ হাজার টাকায়!
Posted: 05:22 PM Nov 01, 2023Updated: 05:30 PM Nov 01, 2023

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ইডেনে (Eden Gardens) বিশ্বকাপের ম্যাচ মানে টিকিটের চাহিদা এমনিতেই চরমে ওঠে। সেটা যদি হয় দুর্দান্ত ফর্মে থাকা ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, তাহলে তো কথাই নেই। প্রত্যাশিতভাবেই ৫ নভেম্বর ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের চাহিদা আকাশছোঁয়া। এতটাই যে, বিধায়করা পর্যন্ত টিকিট পাচ্ছেন না। যাতে ক্ষুব্ধ বিধায়করা।

Advertisement

ইডেনে ভারতের ম্যাচ থাকলে বিধায়কদের অন্তত একটা করে টিকিট দেওয়াটা দস্তুর। কিন্তু দক্ষিণ আফ্রিকা ম্যাচের একটি টিকিটও বিধায়কদের দেওয়া হয়নি। যা নিয়ে ক্ষোভপ্রকাশ করে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে (Snehasis Ganguly) চিঠি দিয়েছিলেন খোদ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। চিঠিতে ক্ষোভপ্রকাশ করে সিএবি সভাপতিকে স্পিকার জানান, ২৯৩ জন বিধায়কের জন্য টিকিট চাই। কিন্তু একটাও টিকিট আসেনি।

[আরও পড়ুন: বাংলাদেশি ব্যাটারকে জিজ্ঞাসা করে রিভিউ নিচ্ছে পাকিস্তান, হাসিতে ফেটে পড়লেন শাস্ত্রী]

ম্যাচের টিকিট কেন বিধায়কদের দেওয়া হচ্ছে না? স্পিকারের চিঠি পাওয়ার পর এদিন তড়িঘড়ি সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বিধানসভায় গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এসেছেন। বেশ কিছুক্ষণ কথা বলেন স্পিকারের সঙ্গে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২৯৩ জন বিধায়কের জন্য সর্বোচ্চ একটি করে টিকিট দেওয়ার ব্যাপারে সুর নরম করেছেন সিএবি সভাপতি।

[আরও পড়ুন: বিশ্বকাপের ম্যাচ শেষে এই ২ স্টেডিয়ামে দেখা যাবে না আতশবাজির রোশনাই, জানাল BCCI]

এদিকে রবিবারের ম‌্যাচ ঘিরে টিকিটের কালোবাজারি চলছে। আড়াই হাজার টাকার টিকিট বিক্রি হচ্ছে ১১ হাজার টাকায়। মঙ্গলবারই এক যুবক হাতেনাতে ধরা পড়েছেন টিকিটের কালোবাজারি করতে গিয়ে। তাঁর কাছ থেকে ভারত-দক্ষিণ আফ্রিকার ম‌্যাচের ২০টি টিকিট বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে খবর, নিউআলিপুরের বাসিন্দা অঙ্কিত তাঁর অফিস বসে ব্ল‌্যাকে টিকিট বিক্রি করছিলেন। আড়াই হাজার টাকার টিকিট ১১হাজার টাকায় বিক্রি করা হচ্ছিল। ধৃতের কাছ থেকে ২০টি টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement