shono
Advertisement

এবডেনকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জয় ৪৩-এর বোপন্নার, জেনে নিন অজি তারকার পরিচয়

চ্যাম্পিয়ন হওয়ার পরে বোপন্নার সঙ্গে চেস্ট বাম্প করতে দেখা যায় এবডেনকে।
Posted: 08:43 PM Jan 27, 2024Updated: 08:35 AM Jan 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছে রোহন বোপন্নাকে (Rohan Bopanna) নিয়ে জোর চর্চা। ভারতের টেনিস তারকার লড়াইকে কুর্নিশ জানিয়েছেন ক্রীড়াব্যক্তিত্বরা। দৃষ্টান্ত স্থাপন করলেন বোপন্না। ৪৩ বছর বয়সেও যে বড় মঞ্চে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব, তা দেখিয়ে দিয়েছেন তেতাল্লিশের তরুণ।

Advertisement

ভারতের তারকা টেনিস তারকার আড়ালে চলে গিয়েছেন ম্যাথু এবডেন (Matt Ebden)। অস্ট্রেলিয়ান ওপেন জেতার পিছনে তাঁর অবদানও কম নয়। বোপন্নার সঙ্গে বেশ জমে গিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পরে চেস্ট বাম্প করতে দেখা গিয়েছে বোপন্না ও এবডেনকে। 

[আরও পড়ুন: কুয়াদ্রাতের যুদ্ধ জয়ের অপেক্ষায় ভাই জোয়ান, স্পেনে বসেই বুনছেন স্বপ্নের লাল-হলুদ জাল]

বিশ্বের অন্যতম সেরা ডাবলস প্লেয়ার ম্যাথু এবডেন। রোহন বোপন্নার সঙ্গে জুটিতে ফুল ফুটিয়েছেন। ২০২৩ সালে উইম্বলডন ওপেনের সেমিফাইনালে পৌঁছেছিলেন বোপন্না-এবডেন জুটি। যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালের ছাড়পত্রও জোগাড় করেন তাঁরা। কিন্তু ফাইনালে ব্যর্থ হন। চলতি বছরের শুরুতেই অস্ট্রেলিয়ায় খেতাব জিতে নিলেন বোপন্না ও এবডেন জুটি। নেটের সামনে এবডেন ভয়ংকর। সেই সঙ্গে বোপন্নার বড় সার্ভিস এবং শক্তিশালী গ্রাউন্ডস্ট্রোক বাকিদের থেকে আলাদা করে রেখেছে এই জুটিকে।
এবডেনের জন্ম দক্ষিণ আফ্রিকার ডারবানে। পাঁচ বছর বয়স থেকে টেনিস শুরু করেন তিনি। ডারবান থেকে এবডেনের পরিবার চলে আসে অস্ট্রেলিয়ায়। সেই সময়ে এবডেনের বয়স ছিল ১২। স্টেফান এডবার্গ ও আন্দ্রে আগাসিকে আদর্শ মানেন তিনি। ডাবলসে তিনি যতটা ভয়ংকর, সিঙ্গলসে কিন্তু সেভাবে ছাপ ফেলতে পারেননি এবডেন। ২০১০ সালে কমনওয়েলথ গেমসে পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ জেতেন এবডেন। ২০১১ সালে প্রথমবার ডাবলস চ্যাম্পিয়ন হন তিনি। তার পর থেকে দৌড় চলছে ছত্রিশের এবডেনের। অস্ট্রেলিয়ায় ঘরের কোর্টে খেতাব জিতলেন তিনি। 

[আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনে ইতিহাস বোপন্নার, প্রবীণতম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জয়ের নজির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement