shono
Advertisement

উইম্বলডনে মহিলাদের নতুন চ্যাম্পিয়ন রিবাকিনা, ইতিহাস গড়তে পারলেন না টিউনিশিয়ার জাবেউর

আরব দেশের প্রথম মহিলা হিসাবে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল জাবেউরের কাছে।
Posted: 09:03 PM Jul 09, 2022Updated: 09:22 PM Jul 09, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরব দেশের প্রথম কোনও মহিলা খেলোয়াড় হিসেবে উইম্বলডন জেতার বিরল নজির গড়ার হাতছানি ছিল। শুরুটা ভালও করেছিলেন টিউনেশিয়ার ওন্স জাবেউর। কিন্তু শেষে পর্যন্ত তিনি পারলেন না। ফাইনালে তাঁকে হারিয়ে মহিলা সিঙ্গলসের চ্যাম্পিয়ন হলেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা (Elena Rybakina)। খেলার ফল ৬-৩, ২-৬, ২-৬।

Advertisement

২৩ বছর বয়সি রিবকিনা এদিন ম্যাচের শুরুটা খুব একটা ভাল করেননি। প্রথম সেটা তাঁর সার্ভিসও ব্রেক হয়। যার ফলে প্রথম সেটটি ৬-৩ পয়েন্টে জিতে নেন জাবেউর। সেসময় অনেকেরই মনে হয়েছিল উইম্বলডন (Wimbledon Open) হয়তো নতুন ইতিহাসের সাক্ষী হতে চলেছে। জাবেউরই হয়তো প্রথম আরব দেশের বাসিন্দা হিসাবে সেন্টার কোর্টের রানি হবেন। কিন্তু মুহূর্তেই সেই হিসাব বদলে যায়।

[আরও পড়ুন: ‘এমন দৃশ্য কখনও দেখিনি’, শ্রীলঙ্কার রাজপথে হাজার হাজার মানুষের সঙ্গে জয়সূর্যও]

পরের সেটেই ২৩ বছরের রিবাকিনা কামব্যাক করেন। পরপর দুটি সেটে জাবেউরকে (Ons Jabeur) কার্যত উড়িয়ে দিলেন তিনি। পরপর সার্ভিস ব্রেক করে দ্বিতীয় সেট তিনি জিতলেন ৬-২ পয়েন্টে। তৃতীয় সেটাও একই ফলাফলের পুনরাবৃত্তি। ২০১৫ সালের পর থেকে এই প্রথম এত কম বয়সে কোনও প্লেয়ার উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন। শুধু তাই নয়, এই প্রথম কাজাখস্তানের কোনও মহিলা ইউম্বলডনের চ্যাম্পিয়ন হলেন।

[আরও পড়ুন: ভারতীয় দলে বারবার অধিনায়ক বদলে খুশি নন সৌরভও, কী বলছেন বোর্ড সভাপতি?]

এলেনা রিবাকিনার উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার লড়াই একেবারেই সহজ ছিল না। মস্কোতে জন্মানো এই তারকা শুধু টেনিস খেলার জন্য কাজাখস্তানে চলে যান। কারণ কাজাখ সরকারই অর্থ দিয়ে তাঁকে টেনিস খেলতে সাহায্য করছিল, রাশিয়ার সরকারের কাছ থেকে তিনি কোনও সাহায্য পাননি। রাশিয়ার হয়ে খেললে এবারের ইউম্বলডনে অংশই নিতে পারতেন না তিনি। কারণ ইউক্রেন যুদ্ধের জেরে উইম্বলডনে রাশিয়ার তারকাদের খেলার অনুমতি নেয়। কাজাখস্তানের হয়ে খেলায় উইম্বলডনে অংশ নেওয়ার সুযোগ পেলেও বহু বিতর্কের সম্মুখীন হতে হয়েছে রিবাকিনাকে। সেই তিনিই শেষে চ্যাম্পিয়ন হলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement