shono
Advertisement

‘সৌরভ কি বড়দিনের উপহার তুলে দিতেন ওয়ার হাতে?’ পাক-অস্ট্রেলিয়া টেস্টে ফিরল পুরনো শত্রুতার প্রসঙ্গ

বক্সিং ডে টেস্টের আগে বড়দিনের উপহার হাতে অস্ট্রেলিয়ার অনুশীলনে উপস্থিত হয়েছিল পাক দল।
Posted: 02:35 PM Dec 27, 2023Updated: 07:59 PM Dec 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্সিং ডে টেস্টের আগে মন ছুঁয়ে যাওয়া ছবির জন্ম দিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। বড়দিনের উপহার নিয়ে অস্ট্রেলিয়ার (Australia) অনুশীলনে হাজির পাকিস্তানের ক্রিকেটাররা(Pakistan)। প্যাট কামিন্সদের ছেলেমেয়েদের জন্যও ক্যান্ডি পাঠিয়েছেন পাক দল।
পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট শুরু হয়ে গিয়েছে। সেই টেস্টেই হঠাৎ করে উঠে এল ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নাম।
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার কেরি ও কিফ প্রশ্ন তুলেছেন, ”সৌরভ গঙ্গোপাধ্যায় কি কখনও স্টিভ ওয়ার (Steve Waugh) হাতে বড়দিনের উপহার তুলে দিতেন?” 

Advertisement

[আরও পড়ুন: বছরভর রোনাল্ডোর শাসন, কেন-এমবাপেকে ছাপিয়ে সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ মহানায়ক]

ক্যাপ্টেন থাকার সময়ে স্টিভ ওয়াকে টসের আগে দাঁড় করিয়ে রেখেছিলেন অধিনায়ক সৌরভ। খেলার মাঠে দুই অধিনায়কই ছিলেন ধুরন্ধর নেতা। দক্ষ নেতা। সেই সৌরভ ও স্টিভের স্মৃতি যেন আবার ফিরে এল বক্সিং ডে টেস্টে। বড়দিনের উপহার হাতে নিয়ে অজিদের অনুশীলনে এসে পাকিস্তান কি একটু বেশিমাত্রায় বন্ধুত্বপূর্ণ হয়ে পড়ল?
সৌরভ ও স্টিভ ওয়া অধ্যায় পুরনো হলেও পুরনো নয়। বড়দিনের উপহার বিতরণ প্রসঙ্গে নতুন করে আবার উঠে এসেছে সৌরভ-স্টিভ প্রসঙ্গ। অনেকেই ফিরে গিয়েছেন পুরনো দিনে। এক ইনস্টা ব্যবহারকারী লিখেছেন, ”অধিনায়ক হিসেবে গাঙ্গুলি ৩টি টেস্ট ম্যাচ জিতেছেন ওয়ার বিরুদ্ধে। ড্র করেছেন ২টি টেস্ট।” আর এক ইনস্টা ব্যবহারকারী লিখেছেন, ”গাঙ্গুলি এক যোদ্ধা। ভারতে আমরা ওঁকে শ্রদ্ধা করি।”
আর এক ইনস্টা ব্যবহারকারী লিখেছেন, ”গ্রেট গাঙ্গুলিই প্রথম অজিদের মানসিকতা ধ্বংস করেছিলেন।” এরই পাশাপাশি এক সোশাল মিডিয়া ব্যবহারকারী পালটা দিয়েছেন, ”স্টিভ ওয়া কি দিওয়ালির উপহার সৌরভের হাতে তুলে দিতেন?”

[আরও পড়ুন: শুরু আইপিএলের প্রধান স্পনসর খোঁজার প্রক্রিয়া, চিনা সংস্থাকে ফের ব্রাত্য করছে বোর্ড]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement