দিওয়ালির আগে ভক্তদের উদ্দেশে এই বার্তাই দিলেন যুবরাজ

04:28 PM Oct 09, 2017 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই দিওয়ালি। গোটা দেশ মাতবে আলোর উৎসবে। এর মধ্যেই অবশ্য নিষিদ্ধ হয়েছে আতশবাজি। রাজধানী দিল্লির বুকে সুপ্রিম নিষেধাজ্ঞায় নেমেছে এই খাঁড়া। পরিবেশ দূষণের কথা ভেবেই বাজিতে এবার নিষেধাজ্ঞা আরোপ করেছে সুপ্রিম কোর্ট। আর এবার নিজের ভক্তদের উদ্দেশে আতশবাজি পোড়ানো নিয়েই একটি বার্তা দিলেন যুবরাজ সিং। আরজি জানালেন, পরিবেশ দূষণের কথা ভেবে দিওয়ালিতে যেন বাজি না পোড়ানো হয়।

Advertisement

[বিরাট কোহলির এই কাজটি অবাক করল মহেন্দ্র সিং ধোনিকেও]

এদিন নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করলেন যুবি। সঙ্গে লেখেন, ‘যেকোনও ধরনের বাজিকে না বলুন। দিওয়ালিকে দূষণমুক্তভাবে পালন করুন।’  ভিডিওটিতে বাঁ-হাতি এই তারকা ক্রিকেটার বলেন, ‘সবাইকে নমস্কার। হৃদয় থেকে আপনাদের কাছে আমি একটি অনুরোধ করছি। দিওয়ালিতে দয়া করে কোনওরকম বাজি পোড়াবেন না। গত বছর দূষণের কারণে আমাদের দেশের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে শ্বাস নেওয়াটাও কষ্টকর হয়ে উঠেছিল।’ এরপরেই তিনি বলেন, ‘দূষণের কারণে আমি নিজে বাড়ি থেকে বেরোতে পারিনি। বাড়ির ছোট শিশু, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবার জন্যই এটা খারাপ। এই বছর তাই সবাইকেই দায়িত্ব নিতে হবে। এটা আলোর মরশুম, তাই বাজির পরিবর্তে প্রদীপ জ্বালান। ভালবাসা, শান্তি এবং খুশি ছড়িয়ে দিন।’

[ম্যাচের মধ্যেই পাক ক্রিকেটারের এ কী কাণ্ড! তাজ্জব নেটদুনিয়া]

এরপরেই তিনি বলেন, ‘একে-অপরকে জড়িয়ে ধরুন, মিষ্টি খান কিন্তু ভুলেও আতশবাজি পোড়াবেন না। ছোট ছোট শিশুদের মুখে মাস্ক পরে ঘুরে বেড়াতে দেখলে খুবই খারাপ লাগে। আমার মনে হয় আপনাদেরও নিশ্চয়ই খারাপ লাগে। তাই আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। দিনের শেষে এটা আমাদের দেশ। আমাদেরই তার খেয়াল রাখতে হবে। আমরা না রাখলে অন্য কেউ এসে আমাদের দেশের খেয়াল রাখবে না। তাই সবার কাছে আমার আবেদন দয়া করে আতশবাজি পোড়াবেন না। সবাইকে হ্যাপি দিওয়ালি।’

Advertising
Advertising

The post দিওয়ালির আগে ভক্তদের উদ্দেশে এই বার্তাই দিলেন যুবরাজ appeared first on Sangbad Pratidin.

Advertisement
Next