স্টাফ রিপোর্টার: আইএসএলে খেলা নিয়ে স্বস্তি ফিরল মহামেডানে (Mohammedan Sporting)। ইনভেস্টের হিসেবে পেল ‘শ্রাচী’ গ্রুপকে। ৩০.৫ শতাংশ শেয়ার নিয়ে দু’বছরে ৩৫ কোটি টাকা দেওয়ার জন্য মহামেডানের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর করেছেন শ্রাচী স্পোর্টসের কর্নধার রাহুল টোডি। এদিন নিজেদের তাঁবুতে মৌ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর মহামেডান সভাপতি আমিরুদ্দিন ববি বলেন, ‘অবশ্যই আমাদের জন্য ভালো খবর। এবার আইএসএল (ISL) খেলতে আর কোনও অসুবিধা রইল না।’
সঠিক সময় ইনভেস্টর না পাওয়ায় আইএসএল খেলার সুযোগ আসার পরেও তা নিয়ে রীতিমতো টেনশনের আবহ তৈরি হয়েছিল সাদা-কালো সমর্থকদের মধ্যে। বিভিন্ন ফুটবলারের সঙ্গে চুক্তি হয়ে যাওয়ার পরেও আর্থিক সমস্যাতেই বলা যাচ্ছিল না, তাঁদের পাওয়া যাবে। এতদিন পর্যন্ত ইনভেস্টর হিসেবে মহামেডানকে আর্থিক সাহায্য করে আসছিল বাঙ্কারহিল গ্রুপ। কিন্তু আইএসএল খেলার জন্য সেই অর্থ যথেষ্ট ছিল না। সেই কারণেই খোদ বাঙ্কারহিল (Bankarhil) কর্তা দীপক সিং নিজেই ইনভেস্টর খুঁজতে শুরু করে দেন। ইনভেস্টরের জন্য চেষ্টা চালাচ্ছিলেন মহামেডান কর্তারাও। অবশেষে পাওয়া গেল ‘শ্রাচী স্পোর্টসকে।’ যে সংস্থা কিছুদিন আগে আইএফএর (IFA) সঙ্গে যুক্ত হয়েছে কমার্শিয়াল পার্টনার হিসেবে। আর শ্রাচী স্পোর্টসের কর্নধার রাহুল টোডি নিজেই ইস্টবেঙ্গল ক্লাবের সহসভাপতি।
[আরও পড়ুন: ‘মেগা অকশন বন্ধ হয়ে গেলে…’, আইপিএলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সৌরভের দলের মালিক]
মহামেডান সভাপতি আমিরুদ্দিন ববির সঙ্গে শ্রাচী স্পোর্টসের বেশ কিছুদিন ধরে আলোচনার মধ্যেই পুরো বিষয়টির মধ্যে ঢোকেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনিও শ্রাচী কর্নধারকে অনুরোধ করেন মহামেডানের ইনভেস্টর হিসেবে যোগ দেওয়ার জন্য। তারপরই এদিন রাতে মহামেডান তাঁবুতে আলোচনায় বসে ত্রিপাক্ষিক মৌ চুক্তিতে স্বাক্ষর করেন মহামেডান সভাপতি আমিরুদ্দিন ববি। বাঙ্কারহিল কর্তা দীপক সিং এবং শ্রাচী কর্তা রাহুল টোডি।
এতদিন মোট শেয়ারের ৬১ শতাংশ ছিল বাঙ্কারহিলের কাছে। ৩৯ শতাংশ ছিল মহামেডানের কাছে। এদিন আলোচনায় ঠিক হয়, মহামেডান ক্লাব তাদের ৩৯ শতাংশ শেয়ার ধরে রাখবে। সেক্ষেত্রে ভাগ হবে ভাগ হবে বাঙ্কারহিলের শেয়ার। এদিন আলোচনার পর বাঙ্কারহিল কর্তৃপক্ষ ৩০.৫ শতাংশ শেয়ার দিয়ে দেয় শ্রাচী গ্রুপকে। নিজেদের কাছে রাখে বাকি ৩০.৫ শতাংশ শেয়ার। চুক্তিমতো এর জন্য দু’বছরে ৩৫ কোটি টাকা দেবে শ্রাচী স্পোর্টস। ক্লাবের সঙ্গে মৌ চুক্তির পর রাহুল টোডি বললেন, ‘শ্রাচী স্পোর্টস সবরকম খেলাধুলোতে ইনভেস্ট করছে। আমরা সবরকম খেলাধুলোর পিছনে পৃষ্ঠপোষকতা করতে চাই। তাছাড়া বাংলার একটি ক্লাব আইএসএল খেলবে। মহামেডানের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য মনে হয়েছে।’
[আরও পড়ুন: ‘ইস্টবেঙ্গলে খেলবে?’, লাল-হলুদের প্রতিষ্ঠা দিবসে দেশের তারকা পেসার শামিকে প্রস্তাব]
রাহুল টোডি ইস্টবেঙ্গলের সহ-সভাপতি। এবার মহামেডানের ইনভেস্টর। নিয়মের ক্ষেত্রে কোনও অসুবিধা হতে পারে কি না জিজ্ঞাসা করা হলে রাহুল টোডি বললেন, ‘আমি ইস্টবেঙ্গলের ক্রিকেটের দায়িত্বে। ফুটবল নিয়েছে অন্য সংস্থা। ফলে আমারে কোনও সমস্যা হওয়ার কথা নয়।’