shono
Advertisement

Breaking News

টলিপাড়ায় ‘তোয়ালে তরজা’! টাওয়েল পরা ছবি দিয়ে স্বস্তিকাকেই চ্যালেঞ্জ শ্রীলেখার?

এবার তোয়ালে পরা ছবি দিয়ে নেটপাড়া সরগরম করলেন শ্রীলেখা।
Posted: 05:33 PM Aug 24, 2023Updated: 05:33 PM Aug 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই গায়ে তোয়ালে জড়ানো ছবি শেয়ার করে নেটপাড়া সরগরম করে দিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। খোলামেলা অবতারে ধরা দিয়ে নেটপাড়ার নীতিপুলিশদের কটাক্ষের শিকারও হতে হয়েছিল। ছেড়ে কথা বলেননি স্বস্তিকা। পালটা জবাব দিয়েছিলেন। এবার স্বস্তিকাকে ‘চ্যালেঞ্জ’ ছুঁড়েই শ্রীলেখা মিত্রও ধরা দিলেন হট অবতারে।

Advertisement

পরনে সাদা তোয়ালে। চোখে মোটা ফ্রেমের কালো চশমা। সেই ছবি শেয়ার করে অভিনেত্রীর মন্তব্য, “হয়তো কিছু ইস্যুর জন্য ওঁর সঙ্গে সোজাসুজি কথা হয়নি। তবে অভিনেত্রী হিসেবে ও আমার খামতি বের করেছিল। কেউ একটা আমাকে ওর তোয়ালে পরা ছবি দেখাল। সেটায় অশালীন কিছু তো খুঁজে পেলাম না! ও খুব ভাল করেই ক্যারি করেছে। শ্রীলেখার এমন পোস্টে আর বুঝতে বাকি থাকে না যে, তিনি নাম না করলেও স্বস্তিকাকেই বিঁধেছেন!”

প্রসঙ্গত, বছর তিনেক আগে যখন টলিপাড়ায় নেপোটিজম বিতর্কের ঢেউ উঠেছিল, তখন দুই নায়িকার ভার্চুয়াল তরজার সাক্ষী ছিলেন অনেকেই। এবার তোয়ালে পরনে ছবি দিয়ে স্বস্তিকাকে কি সায় দিলেন শ্রীলেখা মিত্র? নাকি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন? সন্দিহান নেটপাড়া।

প্রসঙ্গত, সম্প্রতি ধবধবে সাদা তোয়ালে পরনে খানকয়েক ছবি শেয়ার করে স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, “৪০ বছর বয়সে আমার স্তনের যেরকম হওয়া উচিত, আমি সেই পরিবর্তনকে উপভোগ করছি। না ক্যামেরন ডিয়াজের মতো সেটা হতে পারে না। ব্রা স্ট্র্যাপের মার্কস নিয়েও আমার অত মাথাব্যথা নেই। মুখের ভাঁজ নিয়ে আমি আনন্দিত। না এটা কোনও ত্বকের রোগ নয় যে তড়িঘড়ি চিকিৎসা করাতে হবে। আর হ্যাঁ, ১৫ বছর পর চুল বড় করছি বলে আমার এই ছোট্ট ঝুঁটি নিয়ে খুব আনন্দিত…।” তবে অভিনেত্রীর এমন পোস্টের সারমর্ম না বুঝেই অর্বাচীন নেটপাড়ার একাংশ কুরুচিকর মন্তব্য করা শুরু করেছেন। সেই অশ্লীল মন্তব্য নজর এড়ায়নি স্বস্তিকার। পালটা কড়া কথা শোনালেন অভিনেত্রী।

টুইটে লিখেছিলেন, “ইনস্টাগ্রামে তোয়ালে গায়ে ৪টে ছবি পোস্ট করেছিলাম। সোশ্যালের নীতি পুলিশদের কথা বাদই দিলাম। ওদেরকে তো গোটা জীবন ধরে সহ্য করে আসছি। পাত্তাও দিই না। তবে ৯০ শতাংশ কমেন্টে আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে। যতটা খারাপ ভাষায় প্রয়োগ করা যায় আর কী! কীরকম জায়গায় আমরা পৌঁছেছি সত্যি।” তার দিন কয়েক পেরতে না পেরতেই তোয়ালে জড়িয়ে শ্রীলেখা মিত্রর পোস্ট।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement