শ্রীনিধি ডেকান-৪ মহামেডান স্পোর্টিং–৩
(ফয়জল, আওয়াল, ডেভিড-২) (নিকোলা, ফসলু, ফৈয়াজ)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীনিধি ডেকানের (Sreenidhi Decan) কাছে হেরে গেল মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। ম্যাচ জেতার ফলে শ্রীনিধি এখন আই লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে। সাদা-কালো শিবির ছ নম্বরে।
তবে ম্যাচটা অদ্ভতভাবে হারতে হল মহামেডান স্পোর্টিংকে। এগিয়ে গিয়েও গোল ধরে রাখতে না পারার খেসারত দিতে হল কলকাতার ক্লাবটিকে। মহামেডানকে ২৫ মিনিটে এগিয়ে দিয়েছিলেন নিকোলা স্টোজ্যানোভিচ। তার ঠিক আট মিনিট পরেই ফের ব্যবধান বাড়ায় মহামেডান। ফাসলু ৩৩ মিনিটে দ্বিতীয় গোলটি করেন। বিরতির ঠিক আগে ব্যবধান কমায় শ্রীনিধি। আফগান ফুটবলার ফয়জল ৪৩ মিনিটে গোলটি করেন। বিরতির পরে মহামেডান ফের এগিয়ে যায়। ৬৫ মিনিটে ফৈয়াজ ৩-১ করেন সাদা-কালো ব্রিগেডের হয়ে। এর ঠিক চার মিনিট পরেই মহম্মদ আওয়াল ৩-২ করেন শ্রীনিধির হয়ে। কিন্তু এর পরই খেলার ছবি বদলে দেন কলম্বিয়ার ফুটবলার ডেভিড ক্যাস্টানেডা। ৭০ ও ৮০ মিনিটে জোড়া গোল করে ক্যাস্টানেডা জিতিয়ে দেন শ্রীনিধি ডেকানকে।
[আরও পড়ুন: ‘আমাদের জন্য নতুন একটা বিশ্বকাপ শুরু হতে চলেছে’, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে বলছেন মেসি]
ম্যাচের শেষে ফয়জল বলেন, ”দর্শকদের জন্য উপভোগ্য একটা ম্যাচ হয়েছে। দু’ দলের ম্যাচে সাত গোল হল। দর্শকরা তো সুন্দর গোল দেখার জন্যই মাঠে আসেন।”