সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ২৭ জন ভারতীয় মৎস্যজীবীকে (Fisherman) গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী (Sri Lankan Navy)। রবিবার তাঁদের গ্রেপ্তার পাশাপাশি পাঁচটি নৌকো বাজেয়াপ্ত করা হয়েছে বলেও খবর। এদিকে সতীর্থ মৎস্যজীবীদের মুক্তির দাবিতে তামিলনাড়ুর (Tamil Nadu) রামেশ্বরমের মৎস্যজীবী সমিতির সদস্যরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন।
গ্রেপ্তার হওয়া ২৭ জন মৎস্যজীবী রামেশ্বরমেরই বাসিন্দা। জানা গিয়েছে, গত ১৪ অক্টোবর রামেশ্বরমের ৪০০ মৎস্যজীবী সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। জাফনার ডেলফ্ট ও কাচ্চাটিভু দ্বীপপুঞ্জের কাছে মাছ ধরছিলেন ওই মৎস্যজীবীরা। তখনই শ্রীলঙ্কার নৌবাহিনী গ্রেপ্তার করে ২৭ জন ভারতীয় মৎস্যজীবীকে। পাশাপাশি তাঁদের পাঁচটি নৌকো বাজেয়াপ্ত করা হয়।
[আরও পড়ুন: নিঠারি হত্যাকাণ্ড: কোলি-পান্ধেরকে অব্যাহতি, ফাঁসির সাজা রদ এলাহাবাদ হাই কোর্টে]
এই ঘটনা প্রকাশ্যে আসতেই সতীর্থদের মুক্তির দাবিতে তামিলনাড়ুর রামেশ্বরমের মৎস্যজীবী সমিতির সদস্যরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। ধর্মঘটে শামিল হয়েছেন তামিননাড়ুর প্রায় ৭ হাজার মৎস্যজীবী। সতীর্থদের মুক্তি-সহ একাধিক দাবিতে বুধবার প্রতিবাদ সভারও ডাক দিয়েছে মৎস্যজীবী সংগঠন। বলা বাহুল্য, ধর্মঘট দীর্ঘদিন চললে তামিলনাড়ু-সহ পড়শি রাজ্যগুলির মাছের বাজার বড় প্রভাব পড়বে।
[আরও পড়ুন: ছুরি মেরে স্ত্রীকে খুনের পর আত্মঘাতী স্বামী, হাড়হিম হত্যাকাণ্ড হরিদেবপুরে!]
পরিস্থিতির গুরুত্ব বুঝে কেন্দ্রের মৎস্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মৎস্যজীবীদের ধর্মঘট তুলে নিতে অনুরোধ করেছেন। গ্রেপ্তার হওয়া মৎস্যজীবীদের মুক্তির বিষয়ে আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন মৎস্যজীবীদের মুক্তির বিষয়ে কথা বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে।