shono
Advertisement
Narendra Modi

'আপনিই তো মেডেল দিয়েছিলেন', দশক পুরনো ছবি উপহারে মোদিকে অতীত মনে করালেন ইউনুস!

নরেন্দ্র মোদি ও মহম্মদ ইউনুসের সঙ্গে ছবিতে দেখা গিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসকে।
Published By: Amit Kumar DasPosted: 03:43 PM Apr 04, 2025Updated: 06:57 PM Apr 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-বাংলাদেশ কূটনৈতিক শৈত্যের মাঝেই ক্ষুব্ধ মোদি সরকারের মান ভাঙাতে নয়া চাল ইউনুসের! 'বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকোনমিক কো-অপারেশন' বা 'বিমস্টেক' সম্মেলনের ফাঁকে ১০ বছরের পুরনো এক ছবি নরেন্দ্র মোদিকে উপহার দিলেন মহম্মদ ইউনুস। যেখানে দেখা যাচ্ছে, ইউনুসের হাতে গোল্ড মেডেল তুলে দিচ্ছেন নরেন্দ্র মোদি। যে ছবি প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়েছে। কূটনৈতিক মহলের দাবি, দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মাঝে এই ছবির মাধ্যমে ইউনুস যেন বার্তা দিলেন, 'দুই দেশের সুসম্পর্কের।' বোঝাতে চাইলেন, 'আমি খারাপ নই, অতীতে ভালো কাজের জন্য আপনিই আমায় মেডেল দিয়েছিলেন।'

Advertisement

'বিমস্টেক' সম্মেলনের ফাঁকে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের উপদেষ্টা সরকারের প্রধান মহম্মদ ইউনুস। দুই রাষ্ট্র নেতার সাক্ষাতে প্রধানমন্ত্রীর হাতে একটি ছবি তুলে দেন ইউনুস। যেখানে দেখা যাচ্ছে হাসি মুখে একে অপরের সঙ্গে করমর্দন করছেন মোদি ও ইউনুস। ইউনুসের হাতে তুলে দেওয়া হচ্ছে পুরস্কার। পাশে দাঁড়িয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। ছবিটি সোশাল মিডিয়াতেও শেয়ার করেছেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। জানা যাচ্ছে, ছবিটি ২০১৫ সালের ৩ জানুয়ারি মুম্বইয়ে তোলা। ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের ১০২তম বর্ষে বিজ্ঞানের কাজে বিশেষ কৃতিত্বের জন্য ইউনুসকে স্বর্ণপদক দেওয়া হয়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পুরস্কার তুলে দেন ইউনুসের হাতে। ১০ বছর পর সেই ছবি ইউনুসের তরফে মোদির হাতে তুলে দেওয়ার ঘটনায় কূটনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা।

২০১৫ সালে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের অনুষ্ঠানে তোলা ছবি।

ওয়াকিবহাল মহলের মতে, হাসিনা বিদায়ের পর ভারত শত্রুর পায়ে নিজেকে সঁপে দিয়ে কার্যত 'মেনি বিড়াল' হয়ে উঠেছেন বাংলাদেশের উপদেষ্টা সরকারের প্রধান মহম্মদ ইউনুস। বাংলাদেশে উগ্র মৌলবাদের দাপাদাপি, হিন্দু নির্যাতন, চিন ও পাক ঘনিষ্ঠতা প্রভাব ফেলেছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে। মৌলবাদীদের পেতে দেওয়া কুর্সিতে বসা ইউনুস বর্তমানে উভয়সংকটে যাঁদের দৌলতে ক্ষমতা হাতে পেয়েছেন তাদের তুষ্ট করতে গেলে হতে হবে ভারত বিরোধী। সেই মতোই পাকিস্তান ও চিনের সঙ্গে নতুন করে সম্পর্ক পাতাচ্ছেন ইউনুস। অন্যদিকে, দেশের উন্নতি করতে গেলে ভারতকে বাদ দিয়ে তা সম্ভব নয়। ইউনুস ভালো করেই জানেন, বর্তমানে এশিয়া মহাদেশের অন্যতম স্তম্ভ ভারত। ফলে ভারতকে চটালে আখেরে ক্ষতি। সামনে চিনের প্রলোভন থাকলেও সে দেশের ঋণের ফাঁস কারও অজ্ঞাত নয়। সবদিক বিচার করে চিন-পাকিস্তান ঘনিষ্ঠতা বাড়ালেও ভারতকেও সঙ্গে নিয়ে চলতে চান ইউনুস। এই ছবি যেন সেই বার্তাই দিচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত-বাংলাদেশ কূটনৈতিক শৈত্যের মাঝেই ক্ষুব্ধ মোদি সরকারের মান ভাঙাতে নয়া চাল ইউনুসের!
  • 'বিমস্টেক' সম্মেলনের ফাঁকে ১০ বছরের পুরনো এক ছবি নরেন্দ্র মোদিকে উপহার দিলেন মহম্মদ ইউনুস।
  • নরেন্দ্র মোদি ও মহম্মদ ইউনুসের সঙ্গে ছবিতে দেখা গিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসকে।
Advertisement