সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খানিকটা অপ্রত্যাশিত ভাবেই আসন্ন বিশ্বকাপের মূল পর্বে পৌঁছতে ব্যর্থ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে বাজিমাত করল শ্রীলঙ্কা। কোয়ালিফায়ার রাউন্ড থেকে প্রথম দল হিসেবে মূল পর্বে ঢুকে পড়ল লঙ্কাবাহিনী।
রবিবার সুপার সিক্সের ম্যাচে জিম্বাবোয়েকে ৯ উইকেটে হারিয়ে বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে ফেললেন হাসারাঙ্গারা। অর্থাৎ ভারতে আয়োজিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপে দেখা যাবে ১৯৯৬ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের। তবে জিম্বাবোয়ে নিজেদের প্রমাণ করার আরও একটি সুযোগ পাবে। আগামী সপ্তাহে স্কটল্যান্ডের বিরুদ্ধে কোয়ালিফায়ার ম্যাচে নামবে তারা। সেই ম্যাচে জিততে পারলে বিশ্বকাপে (ICC World Cup 2023) খেলার যোগ্যতা অর্জনের সমূহ সুযোগ তাদের।
[আরও পড়ুন: ‘ইমরানকে প্রধানমন্ত্রী হতে সাহায্য করা ভুল ছিল’, আক্ষেপ প্রাক্তন পাক অধিনায়কের]
এদিন ক্যুইন্স স্পোর্টস ক্লাবে টসে জিতে জিম্বাবোয়েকে প্রথমে ব্যাট করতে পাঠান লঙ্কা অধিনায়ক শনকা। দিলশান (৩) ও থিকশানার (৪) ঝোড়ো বোলিংয়ের সামনে কার্যত আত্মসমর্পণ করেন জিম্বাবোয়ে ব্যাটাররা। ১৬৫ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে মাত্র এক উইকেট খুইয়েই প্রয়োজনীয় রান তুলে ফেলেন শনকারা। সৌজন্যে পাথুম নিশাঙ্কার দুরন্ত সেঞ্চুরি। তাঁর চওড়া ব্যাটেই ভারতে আসার টিকিট পাকা হয় শ্রীলঙ্কার। ১৪টি বাউন্ডারি হাঁকিয়ে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি।
বিশ্বকাপের মূল পর্বে ঢুকে শ্রীলঙ্কান অধিনায়ক শনকা বলে দেন, “কোয়ালিফায়ারে পৌঁছনো বেশ কঠিন। আর সেই পর্ব থেকে যদি যোগ্যতা অর্জন করা যায়, তাহলে তো কথাই নেই। এই সাফল্যের কৃতিত্ব গোটা দলের। বেশ কয়েকটা দলের সঙ্গে কঠিন টক্কর হয়েছে। তবে আমরাই সাফল্য পেলাম। শ্রীলঙ্কার অতীত ইতিহাসের দিকে তাকালে বলতেই হয় যে বিশ্বকাপে মূল পর্বে থাকার তারা যোগ্য। এবার বিশ্বকাপেই সমস্ত ফোকাস থাকবে।”