shono
Advertisement

ইস্টার হামলার জের, শ্রীলঙ্কায় বন্ধ জেহাদি জাকিরের পিস টিভির সম্প্রচার  

আগেই ভারত ও বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে পিস টিভি৷ The post ইস্টার হামলার জের, শ্রীলঙ্কায় বন্ধ জেহাদি জাকিরের পিস টিভির সম্প্রচার   appeared first on Sangbad Pratidin.
Posted: 10:37 AM May 01, 2019Updated: 10:39 AM May 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায় বন্ধ হল পিস টিভির সম্প্রচার৷ বিতর্কিত ‘ধর্মগুরু’ জাকির নায়েকের পিস টিভির বিরুদ্ধে জেহাদের বিষ ছড়ানোর অভিযোগ রয়েছে৷ এর মাধ্যমেই যুবকদের মগজ ধোলাই করছে ইসলামিক স্টেট বলে আগেই জানিয়েছিলেন গোয়েন্দারা৷

Advertisement

[এবার তিমি মাছকেও সামরিক প্রশিক্ষণ দিচ্ছে রুশ সেনা!]

জানা গিয়েছে, শ্রীলঙ্কার সব থেকে বড় দুই কেবল অপারেটর- ডায়ালগ ও এলটি, বিতর্কিত পিস টিভি-র সম্প্রচার বন্ধ করে দিয়েছে৷ যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরাসরি কোনও সরকারি নির্দেশ আসেনি৷ তবে শীঘ্রই প্রশাসন এই ঘোষণা করতে চলেছে বলে খবর৷ প্রসঙ্গত, সোমবার কেরলের পালাক্কড থেকে আবু দুজানা নামের এক ইসলামিক স্টেট জঙ্গিকে গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)৷ শ্রীলঙ্কা বিস্ফোরণের মূলচক্রীর জাহরান হাশমির সঙ্গে যোগাযোগ ছিল দুজনার, জানিয়েছেন গোয়েন্দারা৷ জেরায় ওই আইএস জঙ্গি জানিয়েছে, সে নিয়মিত পিস টিভিতে জাকির নায়েকের বক্তৃতা শুনত৷ গোয়েন্দারা জানিয়েছেন, বিতর্কিত ইসলামিক ধর্মগুরুর উগ্র বিদ্বেষমূলক ভাষণ ব্যাবহার করে যুবকদের মগজ ধোলাই করছে জেহাদিরা৷ ধৃত দুজনা ভারতে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছিল৷

২০১৬ সালেই ভারতে পিস টিভির সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার৷ কোনও কেবল অপারেটর ওই চ্যানেল সম্প্রচার করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল৷ শুধু ভারতেই নয়, সন্ত্রাসবাদে তরুণদের প্ররোচিত করার অভিযোগে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশেও৷ ওই দেশের কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়৷ এদিকে জঙ্গিযোগে এনআইএ তদন্তের মুখে পড়ে দেশ ছেড়ে বিদেশে গা ঢাকা দিয়েছে জাকির নায়েক৷ এদিকে, ধারাবাহিক বিস্ফোরণের পর থেকেই শ্রীলঙ্কায় চলছে তীব্র জঙ্গি বিরোধী অভিযান৷ দেশজুড়ে জেহাদিদের খোঁজ চালাচ্ছে প্রায় ১০ হাজার সেনা৷ ইতিমধ্যে নিকেশ করা হয়েছে বেশ হামলায় জড়িত বেশ কয়েকজন এনটিজে জঙ্গিকে৷     

[আমেরিকায় বানচাল গণহত্যার ছক, গ্রেপ্তার প্রাক্তন সেনাকর্মী]

 

The post ইস্টার হামলার জের, শ্রীলঙ্কায় বন্ধ জেহাদি জাকিরের পিস টিভির সম্প্রচার   appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার