shono
Advertisement

সেন্সর বোর্ডের সবুজ সংকেত, ‘গুমনামি’ বিরোধীদের কিস্তিমাত সৃজিতের

কোনওরকম কাঁটাছেড়া ছাড়াই মুক্তি পাচ্ছে ‘গুমনামি’। The post সেন্সর বোর্ডের সবুজ সংকেত, ‘গুমনামি’ বিরোধীদের কিস্তিমাত সৃজিতের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:35 PM Aug 28, 2019Updated: 06:48 PM Aug 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ‘গুমনামি’ দেখে অভিভূত সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। মিলল একেবারে ‘আনকাট ইউ’ ছাড়পত্র। পরিচালক আপ্লুত তো বটেই, সেই সঙ্গে সৃজিত ‘চেকমেট’ দিলেন ‘গুমনামি’ বিরোধীদের।

Advertisement

[আরও পড়ুন: রানাঘাটের রানুকে ফ্ল্যাট উপহার সলমনের! পেলেন ‘দাবাং থ্রি’-তে প্লে-ব্যাকের প্রস্তাবও]

আবারও শিরোনামে সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামি’। নেতাজি অন্তর্ধান রহস্যের মতো একটি বিতর্কিত বিষয়বস্তুকে ঘিরে ছবি তৈরির জন্য ইন্ডাস্ট্রির অন্দরে সৃজিতের প্রশংসায় সবাই পঞ্চমুখ হলেও, বিতর্ক কিন্তু এখনও পিছু ছাড়েনি পরিচালকের।  প্রথম টিজার মুক্তির পরই আইনি নোটিস পেয়েছেন সৃজিত। ছবি তৈরির সময়ে বিতর্কে জড়িয়েছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের সঙ্গে। নেতাজির সঙ্গে গুমনামি বাবার প্রসঙ্গ উত্থাপন করার বিষয়টি মোটেই ভাল চোখে দেখেনি বোস পরিবারও। জন্মলগ্ন থেকেই একাধিক বিতর্কে জড়িয়েছে ‘গুমনামি’। অতঃপর ছবি মুক্তির আগেও যে বড়সড় বাধার সম্মুখীন হবে এই ছবি, এমনটাই ভেবেছিলেন অনেকে। তবে যাবতীয় জল্পনায় ছাই দিয়ে এগিয়ে গেলেন পরিচালক। কারণ, ‘গুমনামি’ দেখে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সবুজ সংকেত দিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে।

কোনওরকম কাঁটাছেড়া ছাড়াই মুক্তি পাবে ‘গুমনামি’। অতএব, সৃজিতের ভাবনাতে সিবিএফসি’র কাঁচির কোপ যে পড়েনি, তা বলাই বাহুল্য। একাধারে নেতাজি বিশেষজ্ঞরা অভিযোগ জানিয়েছিলেন, নেতাজিই যে গুমনামি, সাধারণ মানুষের কাছে সেই তত্ত্বকে আরও জোরালো ভাবে পরিবেশন করার জন্যই ছবির নাম ‘গুমনামি’ রেখেছে নির্মাতারা। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে আইনজীবীদের তরফে ছবির নাম পরিবর্তন করার দাবিও উঠেছিল। অন্যদিকে, আপত্তি উঠেছিল ফরোয়ার্ড ব্লকের তরফেও। সম্প্রতি, ফরোয়ার্ড ব্লকের তরফে ২টি দাবি উঠে এসেছিল। প্রথমত, সরকারকে মুখার্জি কমিশনের রিপোর্ট গ্রাহ্য করতে হবে। দ্বিতীয়ত, নেতাজি-গুমনামি বিতর্ক ছবির মাধ্যমে দেখানো যাবে না। তবে মঙ্গলবার সৃজিতের ‘গুমনামি’কে ‘আনকাট ইউ’ সার্টিফিকেট দেওয়া হয়েছে সিবিএফসির তরফে।

[আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রী হিসেবে আবার মনমোহন সিংকেই চাই’, ফের অপর্ণার তোপে মোদি]

সিবিএফসির তরফে জানানো হয়েছে, ছবিটা ব্যালান্সড। অবজেকটিভ, ইতিহাসকে কোনওভাবেই বিকৃত করা হয়নি ছবিতে, মুখার্জি কমিশনের রায়ের প্রেক্ষাপটে নেতাজি অন্তর্ধান রহস্যের তিনটি সম্ভাবনাকেই তুলে ধরা হয়েছে ছবিতে। উপরন্তু, কনটেন্ট জানার পর এ ছবির প্রতি ফরওয়ার্ড ব্লকের বিরোধী মানসিকতার পরিবর্তন হয়েছে। এবং খুব শিগগিরিই একটি সভার আয়োজন করতে চলেছেন তাঁরা, যেখানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সৃজিত মুখোপাধ্যায় এবং ছবির নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অতঃপর, ‘গুমনামি’র পথে অন্তরায় হয়ে দাঁড়ানোর যাবতীয় বিষয় যে পরিষ্কার হয়ে যাচ্ছে একে একে তা বলাই যায়।

The post সেন্সর বোর্ডের সবুজ সংকেত, ‘গুমনামি’ বিরোধীদের কিস্তিমাত সৃজিতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার