shono
Advertisement

Breaking News

‘ডর’, ‘বাজিগর’-এ কেন ভিলেন হয়েছিলেন, ফাঁস করলেন শাহরুখ

খলনায়ক থেকে কী করে বলিপাড়ার অদ্বিতীয় নায়ক হয়ে ওঠা যায় তা দেখিয়ে দিয়েছেন বলি-বাদশা৷ The post ‘ডর’, ‘বাজিগর’-এ কেন ভিলেন হয়েছিলেন, ফাঁস করলেন শাহরুখ appeared first on Sangbad Pratidin.
Posted: 01:20 AM Jan 21, 2017Updated: 09:03 PM Jan 20, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তখন সদ্য ইন্ডাস্ট্রিতে পা দিয়েছেন তিনি৷ ‘দিওয়ানা’ ছবিতে নায়ক হিসেবে বেশ খ্যাতিও পেয়েছেন৷ কিন্তু তারপরই বেছে নিয়েছিলেন একেবারে নেগেটিভ হিরোর ভূমিকা৷ সিদ্ধান্ত যে ভুল ছিল না তা প্রমাণিত৷ কেননা বাকিটা বলিউডের ইতিহাস৷ ‘ডর’ ও ‘বাজিগর’ই হিন্দি ছবির মাটিতে অভিনেতা শাহরুখকে এক লহমায় প্রতিষ্ঠা দিয়েছিল৷ কিন্তু কেন এ দু’টো চরিত্র বেছে নিয়েছিলেন তিনি?

Advertisement

( যৌন মাদকতায় কঙ্গনা বোঝালেন ‘ইয়ে ইশক হ্যায়’ )

এতদিন পেরিয়ে গেলেও সে নিয়ে বিশেষ মুখ খোলেননি বলি-বাদশা৷ এতদিনে তো তিনি বলিপাড়ায় সুপারস্টার হয়ে গিয়েছেন৷ রোম্যান্টিক নায়ক

হিসেবে অদ্বিতীয় হয়ে উঠেছেন৷ কিন্তু আশ্চর্য, সেই নায়ক হয়ে ওঠার গোড়ায় তিনি ভিলেনই ছিলেন৷ এমনকী সেই সময় বলিপাড়ার অন্যান্য নায়করা এ চরিত্রে অভিনয় করতে চাননি৷ ঝুঁকি নিয়েছিলেন শাহরুখ৷ কেন নিয়েছিলেন? তবে কি অভিনেতা হিসেবে তাঁর আত্মবিশ্বাসই তাঁকে এই চরিত্র বেছে নিতে সাহায্য করেছিল? শাহরুখ বলছেন, না৷ ঠিক তা নয়৷ আসলে আত্মবিশ্বাসের অভাবই তাঁকে এই চরিত্র নিতে বাধ্য করেছিল৷ তবে তা অভিনয় নিয়ে নয়, তা তাঁর লুক নিয়ে৷ শাহরুখ মনে করতেন না যে, তাঁর চেহারা নায়কের মতো৷ এমনকী তাঁকে এক পরিচালক এ কথা বলেওছিলেন৷ বলেছিলেন, তিনি এতটাই সাধারণ দেখতে যে, যে কোনও চরিত্রের জন্যই তাঁকে নেওয়া যায়৷ ফলে শাহরুখ ভেবেছিলেন নায়ক না হয়, তো ভিলেনই সই৷ কেননা তিনি অমিতাভ বা ঋষি কাপুর হওয়ার পথে দৌড়াননি৷ তাঁরা ছিলেন সেই সময়ের প্রতিষ্ঠিত বিখ্যাত নায়ক৷ এমনকী আমির ও সলমন হওয়ার কথাও ভাবেননি৷ তাঁরাও সে সময় চুটিয়ে কাজ করছেন৷ তাই নায়ক নয়, শাহরুখ শুধু অভিনয় করতে চেয়েছিলেন৷ কেননা লুক যাই হোক, তিনি অভিনয়টা করতে জানেন৷ আর তাই যেনতেন প্রকারেণ অভিনয়টা করে যেতে চাইছিলেন৷ আর তাই ভিলেনের চরিত্র হলেও তিনি তা করতে রাজি হয়েছিলেন৷ বাকিটা তো ইতিহাস৷ খলনায়ক থেকে কী করে বলিপাড়ার অদ্বিতীয় নায়ক হয়ে ওঠা যায় তা দেখিয়ে দিয়েছেন বলি-বাদশা৷

রাজ-শুভশ্রীর জঙ্গল সাফারি, চর্চা শুরু টলিপাড়ায়

The post ‘ডর’, ‘বাজিগর’-এ কেন ভিলেন হয়েছিলেন, ফাঁস করলেন শাহরুখ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement