হাঁটু মুড়ে প্রেম নিবেদন বিদেশি প্রেমিকের, বাগদান পর্ব সারলেন শাহরুখের 'মেয়ে'
নতুন বছরেই হল জীবনের নতুন অধ্যায়ের সূচনা।
Tap to expand
বাগদান পর্ব সারলেন শাহরুখ খানের 'মেয়ে'। না সুহানা নন. প্রেমিকের প্রেম প্রস্তাবে সাড়া দিলেন কিং খানের অনস্ক্রিন মেয়ে সানা সাঈদ।
Tap to expand
'কুছ কুছ হোতা হ্যায়' সিনেমায় শাহরুখের চরিত্র রাহুলের মেয়ে অঞ্জলির ভূমিকায় অভিনয় করেছিলেন সানা। তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন শিশুশিল্পী হিসেবে।
Tap to expand
হলিউডের সাউন্ড ডিজাইনার সাবা ওয়াগনরের সঙ্গে বাগদান পর্ব সারেন সানা। নতুন বছরেই হাঁটু মুড়ে অভিনেত্রীকে প্রপোজ করেন তিনি।
Tap to expand
লস অ্যাঞ্জেলসে ব্যবসাও রয়েছে সাবা সাবা ওয়াগনরের। সেখানেই থাকেন তিনি। সানার সঙ্গে নানা ছবি রয়েছে তাঁর।
Tap to expand
'স্টুডেন্ট অফ দ্য ইয়ার', 'ফাগলি'র মতো সিনেমায় অভিনয়ের পাশাপাশি রিয়ালিটি শোয়েও অংশ নিয়েছিলেন সানা। তবে তাঁর জীবনে শুধুই প্রেম।
Published By: Suparna MajumderPosted: 06:33 PM Jan 01, 2023Updated: 06:33 PM Jan 01, 2023
নতুন বছরেই হল জীবনের নতুন অধ্যায়ের সূচনা।