shono
Advertisement

Breaking News

এসএসসি তালিকায় নম্বর উল্লেখ করলেই আন্দোলন প্রত্যাহার, ঘোষণা চাকরিপ্রার্থীদের

২৮ ফেব্রুয়ারি থেকে ধর্মতলায় অনশনে বসেছেন এসএসসি চাকরিপ্রার্থীরা।
Posted: 09:20 PM Mar 25, 2019Updated: 09:20 PM Mar 25, 2019

দীপঙ্কর মণ্ডল: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ তালিকায় সবার নম্বর উল্লেখ করলেই অনশন আন্দোলন প্রত্যাহার করা হবে। সোমবার অনশনের ২৬তম দিনে একথা ঘোষণা করলেন চাকরিপ্রার্থীরা। এদিন বেশ কয়েকজন বুদ্ধিজীবী, কয়েকটি গণসংগঠন ও রাজনীতিকরা আন্দোলনের মঞ্চে এসে সহমর্মিতা প্রকাশ করেন।

Advertisement

আরও পড়ুন: ভোট বাজারে ছোট-বড় একত্রে, সিপিএম প্রার্থীর নামে দেওয়াল লিখল শিশুশিল্পী]

২৮ ফেব্রুয়ারি থেকে ধর্মতলায় অনশনে বসেছেন এসএসসি প্রার্থীরা। ওয়াকিবহাল মহলের মতে, এদিনের বার্তায় স্কুল শিক্ষা দপ্তর যে চাপে পড়বে তা নিয়ে সন্দেহ নেই। ২০১৬ সালের পরীক্ষার ফলপ্রকাশের পর যে তালিকাপ্রকাশ হয়, সেখানে কারও নম্বর উল্লেখ করা হয়নি। যা কি না ব্যতিক্রমী। কলেজ বিশ্ববিদ্যালয়ে ভরতিই হোক বা যে কোনও নিয়োগ পরীক্ষা, পাশ করা প্রার্থীদের নম্বর উল্লেখ করাই নিয়ম। অনশনকারীদের অভিযোগ, বেআইনি কায়দায় নিয়োগ করতেই নম্বর উল্লেখ করেনি এসএসসি। অনশন মঞ্চে এসে বিজেপি নেতা রাহুল সিনহাও একই অভিযোগ করেন। তিনি এসএসসি-র নিয়োগ প্রক্রিয়ায় বিচারবিভাগীয় তদন্তের দাবি করেন। উত্তর কলকাতার বিজেপি প্রার্থী রাহুলের অভিযোগ, “টাকার বিনিময়ে এসএসসির চাকরি দেওয়া হয়েছে। যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। বিচারবিভাগীয় তদন্ত না হলে প্রকৃত সত্য বাইরে আসবে না।”

[ আরও পড়ুন: ব্রিগেডে ছাউনি দিয়ে মোদির সভার ভাবনা, সেনার অনুমতির অপেক্ষায় বিজেপি]

নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, শিক্ষাবিদ মীরাতুন নাহার, সমাজকর্মী সুজাত ভদ্র, মানবাধিকার কর্মী বিনায়ক সেন, শিল্পী সমীর আইচ, অভিনেত্রী পাপিয়া অধিকারী, পরিচালক তরুণ মজুমদার, শিল্পী ওয়াসিম কাপুর-সহ বহু বিশিষ্ট মানুষ এদিন মিছিল করে অনশন মঞ্চে আসেন। অন্যদিকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও ধর্মতলার অনশন প্রার্থীদের সম্মান জানিয়ে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে প্রতীকী অনশনে বসেছেন। প্রেসিডেন্সির এসএফআই ইউনিট এই প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ অনশন মঞ্চে আসায় এদিন বিকেলে প্রবল উৎসাহ দেখা যায়। মানবাধিকার সংগঠন এপিডিআরের উদ্যোগে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল হয়। দীর্ঘ অনশনে এখনও ৮৬ জন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েছেন।

[আরও পড়ুন: তৃণমূলের হয়ে প্রচার করবেন, মমতার সঙ্গে দেখা করে বললেন কমল হাসান]

তালিকায় নম্বর উল্লেখ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যে নিজের অবস্থান জানিয়েছেন। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে কয়েকদিন আগে পার্থবাবু বলেছিলেন, এটা মূল সমস্যা নয়। তবে এদিন চাকরি প্রার্থীরা জানিয়েছেন, এটাই মূল সমস্যা। কেউ জানতেই পারছেন না তাঁরা কী কারণে চাকরি পাচ্ছেন না। যাঁরা চাকরি পাচ্ছেন তাঁরা যদি বেশি নম্বর পেয়ে থাকেন তাহলে আর কোনও ক্ষোভ থাকবে না।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement