সোমনাথ রায়, নয়াদিল্লি: স্নায়ুরোগে ভুগছেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। চিকিৎসা চলছে। আপাতত খানিকটা সুস্থ। তবে তাঁকে কেন্দ্র করে যা যা হচ্ছে, তাতেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এমনটাই দাবি করলেন স্বামী গোপাল দলপতি।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত কুন্তল ঘোষ, তাপস মণ্ডলকে জেরা করে উঠে এসেছিল গোপাল দলপতির নাম। তারপরই সামনে আসে তাঁর স্ত্রী হৈমন্তীর নামও। গোপাল-হৈমন্তীর বিভিন্ন সংস্থার মাধ্যমে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তবে মডেল-অভিনেত্রী হৈমন্তীর নাম প্রকাশ্যে আসা ইস্তক সব অভিযোগ থেকে তাঁকে দূরে রাখারই চেষ্টা করছেন গোপাল। এবার কার্যত জোর গলাতেই বলে দিলেন, হেমন্তীকে কেন্দ্র করে যা হচ্ছে, তাতে স্নায়ুরোগে ভুগছেন তিনি। মঙ্গলবার দিল্লির হনুমান মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের গোপাল দলপতি জানান, এক পরিচিতর মাধ্যমে হৈমন্তীর সঙ্গে কথা হয়েছে তাঁর।
[আরও পড়ুন: সত্যি হচ্ছে আশঙ্কাই! একধাক্কায় প্রায় দু’শতাংশ কমল দেশের জিডিপি বৃদ্ধির হার]
সম্প্রতি জানা গিয়েছিল, আপাতত নেপালে আছেন হৈমন্তী। তবে সেই দাবি ভিত্তিহীন বলেই জানান গোপাল। বলে দেন, খুব তাড়াতাড়ি সামনে আসবেন তাঁর স্ত্রী। সংবাদমাধ্যমের মুখোমুখিও হবেন। গোপালের কথায়, “উনি অভিনেত্রী। যে কোনও সময় যে কোনও দেশে যেতেই পারেন।”
উল্লেখ্য, সাধারণের কাছে কম পরিচিত দু’টি বণিকসভার নেটওয়ার্কে থাকা কয়েকটি সংস্থার অধিকর্তা গোপাল-হৈমন্তী। ওই নেটওয়ার্কে দেশের অন্তত ১১টি রাজ্যে থাকা ১০৪টি সংস্থা এবার সিবিআইয়ের নজরে। সংস্থাগুলিতে অন্তত ৩০ কোটি টাকা লগ্নি হয়েছে বলে খবর পেয়েছেন তদন্তকারীরা। সংস্থাগুলির উপর নজর রাখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। ফলে কতগুলি সংস্থার মাধ্যমে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।