shono
Advertisement

Breaking News

চাকরি খোয়ালেন নবম-দশমের ৬১৮ ‘অযোগ্য’শিক্ষক, সুপারিশপত্র প্রত্যাহার SSC’র

হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরই পদক্ষেপ এসএসসির।
Posted: 09:36 AM Mar 02, 2023Updated: 09:38 AM Mar 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়োগ বাতিল ৬১৮ ‘অযোগ্য’ শিক্ষকের। বুধবার রাতে বিজ্ঞপ্তি জারি করে নবম-দশম শ্রেণির ৬১৮ জন শিক্ষকের সুপারিশপত্র প্রত্যাহার করে স্কুল সার্ভিস কমিশন (SSC)। তাঁদের ওএমআর শিটে বিস্তর গণ্ডগোলের হদিশ পেয়েছিল সিবিআই (CBI)। এরপরই কলকাতা হাই কোর্ট তাঁদের চাকরি বাতিলের নির্দেশ দেন। ডিভিশন বেঞ্চে গিয়েও স্বস্তি পাননি ওই শিক্ষকরা। সিঙ্গল বেঞ্চের নিয়োগ বাতিলের নির্দেশ বহাল রাখেন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। তারপরই তাঁদের সুপারিশপত্র খারিজ করল এসএসসি।

Advertisement

নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতির (SSC Scam) তদন্তে নেমে ৯৫২ চাকরিপ্রার্থীর ওএমআর শিটে গোলমালের হদিশ পায় সিবিআই। সাদা খাতা জমা দিয়েও চাকরি পেয়েছিলেন অনেকে। এই নিয়োগ দুর্নীতির মামলা প্রথমে উঠেছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। পরে সেই মামলা বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে স্থানান্তর হয়। এসএসসিকে ৮০৫ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি।

[আরও পড়ুন: অ্যাডিনো ঘিরে বাড়ছে আতঙ্ক, মোকাবিলায় দুই হাসপাতালে বেড বাড়াল রাজ্য]

এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। কিন্তু সিঙ্গল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করলেন না বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। ফলে নিয়োগ বাতিলের সিদ্ধান্তই বহাল থাকে বুধবার।

রাতেই ৬১৮ শিক্ষকের সুপারিশপত্র বাতিলের সিদ্ধান্ত নেয় এসএসসি। সেই মর্মে বিজ্ঞপ্তিও জারি করে কমিশন। এবার চাকরি খোয়ানো শিক্ষকরা  কী পদক্ষেপ করে সেদিকে নজর থাকছে ওয়াকিবহাল মহলের। 

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে ধৃত এসপি সিনহার বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার দেড় কেজি সোনাও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement