সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোটা বেতনে ব্যাংকে চাকরি চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড (মার্কেটিং), অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মার্কেটিং)/ চিফ ম্যানেজার (মার্কেটিং) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।
কারা কোন পদে আবেদনের যোগ্য
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড (মার্কেটিং):
এমবিএ/পিজিডিএমএমবিএ/ফিনান্স অ্যান্ড মার্কেটিংয়ে ডিগ্রি থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মার্কেটিং)/ চিফ ম্যানেজার (মার্কেটিং):
এই শূন্যপদে আবেদনকারীকে অবশ্যই স্নাতক হতে হবে।
এমবিএ/পিজিডিবিএম/মার্কেটিং/ফিনান্সের ডিগ্রি থাকলে আবেদন করতে পারেন।
আবেদনকারীর বয়সসীমা:
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড (মার্কেটিং):
ন্যূনতম ৪০ থেকে সর্বোচ্চ ৫০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
[আরও পড়ুন: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক নিয়োগ, আবেদন করতে পারবেন কারা?]
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মার্কেটিং):
ন্যূনতম ৩৫ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
চিফ ম্যানেজার (মার্কেটিং):
ন্যূনতম ৩০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড (মার্কেটিং):
এই শূন্যপদে চাকরিপ্রাপ্তরা ৮৯ হাজার ৮৯০ থেকে ১ লক্ষেরও বেশি টাকা বেতন পাবেন।
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মার্কেটিং)/ চিফ ম্যানেজার (মার্কেটিং):
এই শূন্যপদে চাকরিপ্রাপ্তরা ৭৬ হাজার ১০ থেকে ৮৯ হাজার ৮৯০ টাকা বেতন পাবেন।
আবেদনের পদ্ধতি:
www.sbi.co.in/web/careers ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।
আবেদনের শেষদিন:
আগ্রহী প্রার্থীদের আগামী ২১ জুনের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন সংক্রান্ত যেকোনও গুরুত্বপূর্ণ তথ্যের জন্য www.sbi.co.in/web/careers ওয়েবসাইটে নজর রাখতে হবে।