সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি স্নাতক? ব্যাংকে চাকরির স্বপ্ন দেখছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, অ্যাপ্রেন্টিস পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank Of India)। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনও শাখায় স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের বয়সসীমা:
৩১ অক্টোবর, ২০২০ তারিখের ভিত্তিতে সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট সরকারি নিয়মানুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
[আরও পড়ুন: মোটা বেতনে মিলতে পারে রাজ্য সরকারি চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের শর্ত]
বেসিক পে:
প্রতি মাসে ১৫ হাজার টাকা।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
প্রথমে আবেদনকারীদের অনলাইনে লিখিত পরীক্ষা নেওয়া হবে। তাতে উত্তীর্ণ হলে স্থানীয় ভাষা সম্পর্কিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ওই শূন্যপদে নিয়োগ করা হবে। তবে কবে পরীক্ষা নেওয়া হবে, সে সংক্রান্ত দিনক্ষণ এখনও জানা যায়নি।
আবেদনের ফি:
আবেদনকারীদের ৩০০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের আবেদনে কোনও ফি লাগবে না।
আবেদনের পদ্ধতি:
https://www.sbi.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
আবেদনের শেষদিন:
আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে https://www.sbi.co.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।