shono
Advertisement

মাঠ শুকোতে ইস্ত্রি-হেয়ার ড্রায়ার! গ্রাউন্ড স্টাফদের কাণ্ডকারখানায় হাসির রোল নেটদুনিয়ায়

এতকিছুর পরও বাতিল করতে হল ম্যাচ। The post মাঠ শুকোতে ইস্ত্রি-হেয়ার ড্রায়ার! গ্রাউন্ড স্টাফদের কাণ্ডকারখানায় হাসির রোল নেটদুনিয়ায় appeared first on Sangbad Pratidin.
Posted: 09:58 AM Jan 06, 2020Updated: 11:23 AM Jan 06, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবাসরীয় সন্ধেয় বিরাট কোহলি টস জিততেই গলা ফাটিয়েছিলেন গ্যালারিতে উপস্থিত ভারতীয় সমর্থকরা। ভারতীয় দলের বোলিং অ্যাকশনের সাক্ষী থাকার অপেক্ষা করছিলেন প্রত্যেকে। কামব্যাক করে জশপ্রীত বুমরাহ কী করনে, সেদিকেই ছিল সকলের নজর। কিন্তু কোথায় কী। বৃষ্টির জন্য গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামের মাঠে বলই গড়াল না। কিন্তু বৃষ্টি থামার পর ম্যাচ শুরু করার জন্য যে সমস্ত কাণ্ড ঘটালেন গ্রাউন্ড স্টাফরা, তা নিয়েই এখন চলছে চর্চা।

Advertisement

রবিবার টসের পর বৃষ্টি হয়েছে বড়জোর আধঘণ্টা। কিন্তু তাতেও খেলা শুরুই করা গেল না। কারণ স্টেডিয়ামে অপর্যাপ্ত জল নিকাষী ব্যবস্থা। জানা গিয়েছে, বোলারের রান-আপ আর স্কোয়্যার ছাড়া মাঠের আর কোনও অংশই ঢাকা ছিল না। ফলে মাঠের বেশিরভাগ অংশই ভিজে যায়। শুধু তাই নয়, একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পিচের যে অংশটি ঢাকা ছিল, সেখানেও কভার চুঁইয়ে জল ভিতরে ঢুকে গিয়েছিল। বৃষ্টি থামার পর প্রায় দু’ঘণ্টা ধরে মাঠ শুকোনোর কাজ করে চলেন গ্রাউন্ড স্টাফরা। চালানো হয় সুপার সপার। এমনকী ইস্ত্রি থেকে হেয়ারড্রায়ার, পিচ শুকনো করার জন্য সব ধরনের যন্ত্রই ব্যবহার করা হয়। কিন্তু কিছুতেও কিছু হয় না। রাত ১০টার খানিক আগে ম্যাচ বাতিল ঘোষণা করেন আম্পায়াররা

[আরও পড়ুন: কমছে টিআরপি, জনপ্রিয়তা ধরে রাখতে একগুচ্ছ বদল আসছে আইপিএলে!]

এরপরই গ্রাউন্ড স্টাফরা যেভাবে মাঠ শুকোনোর চেষ্টা করেন, তাতে হাসির রোল ওঠে নেটদুনিয়ায়। অনেকেই মজা করে লিখেছেন, “একেই বলে ভারতীয় জুগাড়।” অনেকে আবার জানতে চাইছেন, এত শক্তিশালী হেয়ার ড্রায়ারটি কোন কোম্পানির। মাঠে ইস্ত্রির ব্যবহার নিয়েও তীব্র কটাক্ষ করা হয়েছে। এক নেটিজেন টুইট করেছেন, “আমার কয়েকটা জামাকাপড় আছে। অফিসে পরে যেতে হবে। একটুই ইস্ত্রি করে দিলে ভাল হয়।” তবে হাসি-ঠাট্টার মধ্যেও বর্ষাপারা স্টেডিয়ামের অব্যবস্থা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, বিশ্বের সবচেয়ে ধনী বোর্ডের (BCCI) কাছ থেকে এমনটা প্রত্যাশিত নয়।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া বলছেন, আন্তর্জাতিক ম্যাচে স্টেডিয়ামের এমন অব্যবস্থা সত্যিই হতাশাজনক। কভার থাকতেও জল চুঁইয়ে ভিতরে প্রবেশ করাতেই বিপত্তি বাড়ে। পর্যান্ত জল নিকাষী ব্যবস্থা থাকলে অনায়াসে ম্যাচ শুরু করা যেত। কিন্তু তেমনটা হয়নি। জাহির খানও এমন চূড়ান্ত অব্যবস্থার তীব্র নিন্দা করেছেন। এ ঘটনা নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের জন্য ভাল পোস্টার নয়। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ইন্দোরে নামবে টিম ইন্ডিয়া। পরপর দুটি ম্যাচ জিতলে তবেই টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরতে পারবেন বিরাট কোহলিরা।

[আরও পড়ুন: ঠান্ডাকে হার মানিয়ে কাশ্মীরে দুরন্ত জয়, লিগ শীর্ষে মোহনবাগান]

The post মাঠ শুকোতে ইস্ত্রি-হেয়ার ড্রায়ার! গ্রাউন্ড স্টাফদের কাণ্ডকারখানায় হাসির রোল নেটদুনিয়ায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement