shono
Advertisement

‘এবারের আইপিএলে নিজেদের ক্ষমতার পুরোটা দেখাতে পারিনি’

সংবাদ প্রতিদিন-এর জন্য বিশেষ আইপিএল কলম লিখছেন কেকেআর অধিনায়ক৷ গৌতম গম্ভীর মনে করেন ইডেনে আজকের ম্যাচে পাহাড় টপকাতে হবে তাঁর বোলারদের৷ The post ‘এবারের আইপিএলে নিজেদের ক্ষমতার পুরোটা দেখাতে পারিনি’ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:29 AM Apr 23, 2017Updated: 10:56 AM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন-এর জন্য বিশেষ আইপিএল কলম লিখছেন কেকেআর অধিনায়ক৷ গৌতম গম্ভীর মনে করেন ইডেনে আজকের ম্যাচে পাহাড় টপকাতে হবে তাঁর বোলারদের৷  

Advertisement

আমার মনে হয়, এবারের আইপিএলে আমরা নিজেদের যা ক্ষমতা তার পুরোটা দেখাতে পারিনি৷ যেদিন আমরা ব্যাটিং ভাল করছি, আমাদের বোলিং খারাপ হচেছ৷ আর বেশিরভাগ দিনই ফিল্ডিং হচেছ গড়পরতার চেয়েও নিচু৷ যে ব্যাপারগুলোর দিক থেকে আর বেশি দিন আমরা মুখ ঘুরিয়ে থাকতে পারি না৷ বিশেষ করে মারাত্মক টিমগুলোর বিরু‌দ্ধে৷ যেমন গুজরাত, যেমন বেঙ্গালুরু৷ পরের দলটার সঙ্গে তো আমরা আজই খেলছি৷ সাংঘাতিক দল৷ যে প্যাকটাকে বিরাট কোহলি লিড করে৷ আর বিস্ফোরক ত্রিমূর্তির অন্য দু’জন গেইল ও ডি’ভিলিয়ার্স৷ ইডেন গার্ডেন্সের সুন্দর ব্যাটিং পিচে আমাদের বোলারদের রবিবার পাহাড় টপকাতে হবে৷

[ফের স্বমহিমায় ধোনি, একার হাতে জেতালেন পুণেকে]

পাহাড়ের কথা ওঠায় শনিবার আমরা কী করেছি আপনাদের বলি৷ এদিন আমাদের প্র্যাকটিস ডে ছিল না৷ দিনের বেশিরভাগ সময়টাই স্পনসরের শুটিংয়ে কেটেছে আমাদের৷ জনপ্রিয় এক মোবাইল ফোনের ব্র্যান্ডের শুটিং৷ যেখানে আমরা ‘সেলফিস্তান’ দিলাম৷ কেকেআরের প্রত্যেক প্লেয়ারকে একটা করে সেলফি তুলতে হল, কোনও একটা জায়গার সঙ্গে, যে জায়গায় সে বেড়াতে যেতে চায়৷ জায়গাগুলোর লিস্টে আমরা একটা খুব পছন্দের নাম ছিল– মাউণ্ট এভারেস্ট৷ ট্রেণ্ট বোল্ট বাছল নাসা৷ পৃথিবীর বাইরের দুনিয়া নিয়ে ওর বিরাট আগ্রহটা আমার জানা বলে, আমি ওর সেলফি-নির্বাচন সম্পর্কে এতটুকু অবাক হইনি৷ টিমের বাকিদের মধ্যে কেউ বাছল সুনামি, কেউ আবার কোনও গুহা৷ কারণটা ওরাই বোধহয় সবচেয়ে ভাল জানে৷ উমেশ যাদব আগ্ণেয়গিরির সঙ্গে সেলফি তুলবে ঠিক করেছিল৷ উমেশের এখন মানসিক অবস্থাও ওরকম কি না আমি ঠিক জানি না৷ কিংবা আমার মতোই অবস্থা কি না! যে এখন আবেগের পাহাড় ছাপিয়ে স্রেফ নিজের সব সেরাটা দিতে চাইছে৷

[ছেলের সঙ্গে চুটিয়ে ক্রিকেট খেলছেন এবি ডিভিলিয়ার্স, দেখুন ভিডিও]

শুক্রবার গুজরাত লায়ন্সের বিরু‌দ্ধে ম্যাচটা আমার এক অন্যতম প্রিয় বন্ধু মুনাফ প্যাটেলের সঙ্গে আমাকে কিছুক্ষণ আড্ডা দেওয়ারও সুযোগ করে দিয়েছিল৷ মুনাফ এখন গুজরাত ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত৷ প্রায় তিন বছর পর ওর সঙ্গে দেখা হল৷ আর দেখলাম ‘মুন্না’র একটা হাড্ডিও পাল্টায়নি৷ এখনও ওর হাঁটাচলা গ্রাম্য বালকের মতো৷ মাথার কয়েকটা চুলে হয়তো পাক ধরেছে৷ নইলে ওর সেই কমেডিয়ানের মতো মজা করার অভ্যেস, জীবনের প্রতি সহজ-সরল দর্শন এখনও আগের মতোই৷ মুন্নাকে আমি সবসময় হিংসে করি৷ জগতের কোনও কিছুই ওকে দমাতে পারে না৷

মুন্না এখন একজন বাবা ছাড়াও একজন ক্রিকেটার, যে আবার উঠে দাঁড়াতে চেষ্টা করছে৷ বৃহস্পতিবার ম্যাচের আগের দিন আমরা দু’জন একসঙ্গে লাঞ্চ করার সময় ওর ভবিষ্যত্‍ পরিকল্পনা কী, জিজ্ঞেস করেছিলাম৷ আমাকে ‘রাজে’ বলে ডাকে ও৷ যার বাংলা অর্থ একজন প্রিয় মানুষ৷ আমার প্রশ্নে মুন্না বলল, “রাজে, ভবিষ্যত্‍ নিয়ে কিছুই ভাবিনি৷ দেখ লেঙ্গে জো হোগা৷ যা হবে দেখা যাবে৷” হায়, আমি যদি ওর মতো ভাবতে পারতাম৷ গুজরাতের কাছে হারার পর হোটেলে আমার ঘরে যখন গোমড়া মুখে ঢুকলাম রাত প্রায় দেড়টা৷ অত রাতেও হোটেলের নোটপ্যাড আর পেন নিয়ে বিছানায় এসে বসলাম৷ আর ভাবতে লাগলাম, আরসিবি-র বিরু‌দ্ধে আমাদের টিমের কম্বিনেশন কী হওয়া উচিত৷ আর আশায় থাকলাম আমার ভেতর এক টুকরো মুনাফ প্যাটেলের জন্য৷

[মধুর প্রতিশোধ, রায়নার দুর্দান্ত ব্যাটিংয়ে পরাস্ত কেকেআর]

টিম কম্বিনেশন নিয়ে ভাবনা পনেরো মিনিট পরই উধাও হল, ক্লান্তি এসে সেই জায়গা পুরোপুরি দখল করায়৷ ঘরের আলো, টিভির সুইচ বন্ধ করতেও ভুলে গিয়েছিলাম৷ শুক্রবার আমাদের হারের পিছনে পরিষ্কার কারণ, খারাপ বোলিং৷ ম্যাচের পর ড্রেসিংরুমে জাক কালিস বলছিল, আমরা একবারও নিজেদের গেমপ্ল্যান কাজে লাগাইনি৷ বোলারদের কাছে যা চাওয়া হয়েছিল, বারবার চেষ্টা সত্ত্বেও ওরা তা দিতে ব্যর্থ৷ কেউ কেউ বলতে পারেন, আমরা ১০-১৫ রান কম তুলেছি৷ কিন্তু আমি বরাবর বিশ্বাস করি, ম্যাচ জেতায় বোলাররা৷ সুরেশ রায়না যেরকম অসাধারণ ব্যাট করল, তাতে ২০০-ও খুব বড় টার্গেট হতো না ওদের কাছে৷

দীনেশ চোপড়া মিডিয়া

The post ‘এবারের আইপিএলে নিজেদের ক্ষমতার পুরোটা দেখাতে পারিনি’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement