shono
Advertisement

‘ভজন বন্ধ করুন, নয়তো ফল ভাল হবে না’, মেলবোর্নে মন্দিরের পুরোহিতকে হুমকি

খলিস্তানিরাই হুমকি দিচ্ছে, অনুমান মন্দির কর্তৃপক্ষের।
Posted: 04:30 PM Feb 16, 2023Updated: 04:30 PM Feb 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্দিরে ভজন বন্ধ করুন, নয়তো ফল ভাল হবে না- এমনই হুমকির মুখে পড়লেন অস্ট্রেলিয়ার (Australia) কালী মন্দিরের ভক্তরা। বেশ কিছুদিন ধরেই একাধিক মন্দিরে হামলা চালিয়েছে খলিস্তানিরা (Khalistani)। বৃহস্পতিবার সকালে সরাসরি মন্দিরের ভক্তদের হুমকি দিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। প্রাথমিকভাবে অনুমান, খলিস্তানি সংগঠনের তরফেই হুমকি দেওয়া হয়েছে ওই মন্দিরে।

Advertisement

মেলবোর্নের কালী মাতা টেম্পলের প্রধান পুরোহিত ভাবনা জানিয়েছেন, তাঁর কাছে একটি ফোন আসে। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁকে হুমকি দিয়ে বলে, মন্দিরের ভজন বন্ধ করতে হবে। নয়তো ফল ভাল হবে না। পুরোহিত বলেন, “এটা তো মা কালীর মন্দির, গুরু মহারাজও এখানে প্রার্থনা করতেন। তাহলে এখানে ভজন হবে না কেন?”

[আরও পড়ুন: ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু মায়ের, আশঙ্কাজনক নেপালের সাংসদ, উড়িয়ে আনা হল মুম্বইয়ে]

জবাবে ওই ব্যক্তি সাফ জানিয়ে দেয়, ভজনের ফল কী হবে শুধু সেটুকুই বলে দেওয়া তার কাজ ছিল। কোনও প্রশ্নের উত্তর দিতে রাজি হয়নি সে। এই কথা শুনে স্বভাবতই ভয় পেয়ে যান ভাবনা। অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই বেশ চিন্তিত হয়ে পড়েন। তবে এই ঘটনায় এখনও কারোওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি স্থানীয় প্রশাসন।

প্রসঙ্গত, মেলবোর্নেই ইসকন মন্দিরের দেওয়ালে খলিস্তানি স্লোগান লেখা হয়েছিল। মন্দিরে হামলার প্রতিবাদ মিছিলে হামলা চালিয়েছে খলিস্তানিরা। হিন্দু বিদ্বেষী ঘটনা ক্রমেই বাড়ছে অস্ট্রেলিয়াতে। সব মিলিয়ে উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন।

[আরও পড়ুন: এবার বেলুন আতঙ্ক কিয়েভের আকাশে! একসঙ্গে ৬টি রুশ বেলুন গুলি করে নামাল ইউক্রেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement