সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে একের পর এক গণপিটুনির ঘটনায় বিতর্কিত মন্তব্য আরএসএস নেতার৷ গোমাংস ভক্ষণ ও গো-হত্যা বন্ধ করলেই গণপিটুনি বন্ধ হবে৷ এমনটাই দাবি করেছেন সংঘের নেতা ইন্দ্রেশ কুমার৷
সোমবার ঝাড়খণ্ডে হিন্দু জাগরণ মঞ্চের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দ্রেশ কুমার৷ গো-রক্ষকদের তাণ্ডব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “গণপিটুনি কোনওভাবেই সমর্থনযোগ্য নয়৷ তবে গোমাংস ভক্ষণ ও গো-হত্যা বন্ধ হলেই এসব অপরাধ থেমে যাবে৷” তাঁর এই মন্তব্যে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক৷ আলোয়ারে আকবর হত্যা মামলায় নিন্দার ঝড় বয়ে যাচ্ছে দেশজুড়ে৷ কে কী খাবে না খাবে তা নিয়ে হস্তক্ষেপ করা হচ্ছে কেন? তবে কি দেশে ব্যক্তিস্বাধীনতা বিপন্ন? উঠে আসছে এমন একাধিক প্রশ্ন৷ বিশেষজ্ঞদের মতে হিন্দুত্ব নিয়ে রাজনীতি বিপজ্জনক জায়গায় পৌঁছে যাচ্ছে৷ এতে আসন্ন লোকসভা নির্বাচনে ব্যাকফুটে থাকবে বিজেপি৷
যদিও গো-রক্ষকদের কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি তবুও থামছে না হামলা৷ একই সঙ্গে সংঘ পরিবারের উস্কানিমূলক বার্তায় আরও জটিল হচ্ছে পরিস্থিতি৷ নিজের বক্তব্যের সমর্থনে এদিন যিশুখ্রিস্টের জন্ম উপাখ্যান টেনে আনেন ইন্দ্রেশ কুমার৷ তিনি বলেন, “যিশুর জন্ম গোয়ালে হয়েছিল৷ তাই গরুকে খ্রিস্টানরা মাদার কাউ বলে৷ মক্কা-মদিনার মতো জায়গায় গো-হত্যা নিষিদ্ধ৷ তাই ভারতেও এটা বন্ধ হওয়া উচিত৷ তাহলেই গণপিটুনির মতো ঘটনা বন্ধ হয়ে যাবে৷”
উল্লেখ্য, মোদি সরকার ক্ষমতায় আসার পর দেশজুড়ে বেড়েছে গো-রক্ষকদের হামলা৷ মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের৷ এনিয়ে বিরোধীরাও চাপ বাড়াচ্ছে সরকারের উপর৷ সদ্য রাজস্থানের আলোয়ারে আকবর হত্যায় শুরু হয়েছে তুমুল সমালোচনা৷ প্রধানমন্ত্রী কড়া বার্তা দিলেও তা কানে তুলছে না গো-রক্ষকরা৷ ২০১৯-এর নির্বাচনে অসহিষ্ণুতাকেই হাতিয়ার করবে কংগ্রেস-সহ বাকি বিরোধীরা৷
[ঘুমের ওষুধ খাইয়ে পুরুষ ভক্তদের সঙ্গে সঙ্গম, গ্রেপ্তার স্বঘোষিত ধর্মগুরু]
The post গো-হত্যা বন্ধ করলেই থামবে গণপিটুনি, বিতর্কিত মন্তব্য আরএসএস নেতার appeared first on Sangbad Pratidin.