shono
Advertisement

Breaking News

পাঁচ দশকের প্রতিক্ষার অন্তে দেশে ফিরে গেলেন চিনা বন্দি

দীর্ঘকাল পর পরিবারের দেখা পেয়ে আবেগেতাড়িত হয়ে পড়েন তিনি। The post পাঁচ দশকের প্রতিক্ষার অন্তে দেশে ফিরে গেলেন চিনা বন্দি appeared first on Sangbad Pratidin.
Posted: 06:28 PM Feb 11, 2017Updated: 12:58 PM Feb 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন-ভারত যুদ্ধের সময় ভুল করে ভারতে ঢুকে পড়েছিলেন লালফৌজের সৈন্য ওয়াং কুই। আর ঘরে ফেরা হয়নি তাঁর। ভিন দেশের মাটিতে কেটে গেল প্রায় ৫৪ বছর। অবশেষে ইতি ঘটল পাঁচ দশকের প্রতিক্ষার। ওয়াং কুই ফিরে গেলেন চিনে। শুক্রবার রাতে দিল্লি বিমানবন্দর থেকে  ছেলের সঙ্গে রওনা দেন কুই। শনিবার সকালে বেজিং বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান। সেখানে উপস্থিত ছিল তাঁর পরিবার। দীর্ঘকাল পর পরিবারের দেখা পেয়ে আবেগেতাড়িত হয়ে পড়েন কুই। বেজিং থেকে নিজের শহর জিয়ানইয়াং-র উদেশ্যে রওনা দিয়েছেন তিনি। তবে কুইর স্ত্রী এযাত্রায় তাঁর সঙ্গে ছিলেন না।

Advertisement

৫৪ বছর পর চিনা বন্দিকে দেশে ফেরাচ্ছে ভারত

১৯৬৩ সাল, সবে মাত্র ভারত-চিন যুদ্ধ শেষ হয়েছে। সীমান্তে পরিস্থিতি থমথমে। এমনই সময় লালফৌজের সৈন্য যুবক ওয়াং কুই ভুল করে ঢুকে পড়েছিলেন ভারতের সীমায়। গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। ছয় বছর ভারতের বিভিন্ন জেলে থাকার পর, পুনর্বাসনের জন্য তাঁকে মধ্যপ্রদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তারপর পার হয়ে গিয়েছে বহু বছর। ভারতকে আপন করে নিয়ে থেকে গেলেন কুই। বিয়ে করে সংসারও শুরু করেন তিনি। এখন মধ্যপ্রদেশের বালাঘাটে রাজ বাহাদুর নামেই তিনি পরিচিত। ২০১৩ সালে চিন দূতাবাস থেকে একটি পাসপোর্টও পান তিনি। তারপরই ২০১৪ সালে ভারত সরকারের কাছে নিজের দেশে ফিরে যাওয়ার আবেদন জানান তিনি।

বুলেটপ্রুফ কাচের দেওয়ালে মুড়ে ফেলা হচ্ছে আইফেল টাওয়ারকে

দক্ষিণ চিন সাগরে বিপজ্জনকভাবে মুখোমুখি চিন-মার্কিন যুদ্ধবিমান!

The post পাঁচ দশকের প্রতিক্ষার অন্তে দেশে ফিরে গেলেন চিনা বন্দি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement