shono
Advertisement

প্রকাশ্যে যুবককে বেধড়ক মার পুলিশের, ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা দিল্লিতে

ঘটনার রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ The post প্রকাশ্যে যুবককে বেধড়ক মার পুলিশের, ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা দিল্লিতে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:06 PM Jun 17, 2019Updated: 05:29 PM Jun 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তলোয়ার উঁচিয়ে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে এক ব্যক্তি৷ পুলিশকর্মীদের দিকে ছুটে ছুটে আসছে৷ বারবার পুলিশকে আঘাত করার চেষ্টা করছে৷ সশস্ত্র ওই ব্যক্তিকে নিরস্ত্র করার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন ওই পুলিশকর্মীরা৷ শেষে, ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করছে পুলিশ৷ সম্প্রতি এমনই ভয়ংকর দৃশ্যের সাক্ষী থাকল দিল্লির মুখার্জি নগর এলাকা৷ ইতিমধ্যে যে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ যাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে প্রবল আতঙ্ক৷ প্রশ্ন উঠেছে শহরের নিরাপত্তা এবং পুলিশের ভূমিকা নিয়ে৷ ঘটনার রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক৷

Advertisement

[ আরও পড়ুন: পথের দিশা পথেই, পরিবেশবান্ধব উপায়ে রাস্তা তৈরি করছে লখনউ উন্নয়ন পর্ষদ ]

জানা গিয়েছে, দিল্লির মুখার্জি নগর এলাকার ওই রাস্তায় পুলিশের গাড়ির সঙ্গে একটি গ্রামীণ সেবা কেন্দ্রের একটি টেম্পোর ধাক্কা লাগে৷ পুলিশের দাবি, বেপড়োয়া ভাবে টেম্পোটি চালাচ্ছিল চালক৷ যার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়িতে এসে ধাক্কা মারে টেম্পোটি৷ রাস্তায় দাঁড়িয়ে থাকা দুই পুলিশ কর্মীর পায়ের উপর উঠে যায় টেম্পোর চাকা৷ এর ফলে গুরুতর জখম হন ওই পুলিশকর্মীরা৷ অভিযোগ, অন্যান্য পুলিশকর্মীরা ওই টেম্পোর চালককে আটক করতে গেলে, তাঁদের দিকে তলোয়ার উঁচিয়ে তেড়ে আসে অভিযুক্ত৷ তাড়া করতে থাকে পুলিশকর্মীদের৷ ওই চালককে অস্ত্র রেখে দিতে বলে পুলিশ৷ কিন্তু তাতে কোনও কাজ হয় না বলে অভিযোগ৷ অনেক পরে কৌশলে ওই ব্যক্তিকে নিরস্ত্র করেন পুলিশকর্মীরা৷

[ আরও পড়ুন: পানশালার অতিথিদের সঙ্গে যৌন সম্পর্কে ‘না’, প্রতিবাদ জানিয়ে হেনস্তার মুখে নর্তকী ]

পুলিশের বিরুদ্ধে পালটা মারধরের অভিযোগে সরব হয়েছে গ্রামীণ সেবা কেন্দ্রের ওই চালক৷ তার দাবি, মিথ্যা মামলা এবং গায়ের জোরে পুলিশ তাকে ফাঁসানোর চেষ্টা করেছে৷ তিনি প্রথমে পুলিশকে ভয় দেখাননি৷ বরং পুলিশ আগে তাকে বেধড়ক মারধর করেছে৷ তার উপর অকথ্য অত্যাচার চালিয়েছে৷ তারপর তিনি তলোয়ার বের করেছেন৷ নিজেকে রক্ষার খাতিরেই তার এই পদক্ষেপ৷ জানা গিয়েছে, সম্পূর্ণ ঘটনাটির ভিডিও করেছেন প্রত্যক্ষদর্শীরা৷ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও৷ চালককে মারধরের ঘটনায় চিহ্নিত করা হয়েছে সহকারী সাব-ইন্সপেক্টর সঞ্জয় মালিক, দেবেন্দ্র এবং কনস্টেবল পুষ্পেন্দ্র৷ মারধরের ঘটনায় তাঁদের সাসপেন্ড করা হয়েছে৷ এমনকী, ঘটনার নিন্দা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ ঘটনার রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ একজন সাধারণ মানুষকে পুলিশের এই মারধরের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে৷ 

The post প্রকাশ্যে যুবককে বেধড়ক মার পুলিশের, ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা দিল্লিতে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement