shono
Advertisement

উচ্চমাধ্যমিকের মাঝে শৌচালয়ে ঢুকে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর! সল্টলেকের ঘটনায় শোরগোল

ওই ছাত্রীর মানসিক ভারসাম্য়ের সমস্যা রয়েছে বলে খবর, কী কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল সে, তা খতিয়ে দেখছে পুলিশ।
Posted: 09:51 PM Feb 22, 2024Updated: 10:03 PM Feb 22, 2024

দিশা ইসলাম, বিধাননগর: পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের শৌচালয়ে ঢুকে আত্মহত্যার চেষ্টা করল উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরের চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সল্টলেকের (Salt Lake) নামী একটি স্কুলে৷ ছাত্রীর আত্মহত্যার চেষ্টার ঘটনার জেরে অন্য পরীক্ষার্থীরা তীব্র আতঙ্কিত হয়ে পড়ে৷ খবর পেয়ে পূর্ব থানার পুলিশ পরীক্ষাকেন্দ্রের শৌচালয় থেকে রক্তাক্ত অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করে৷ চিকিৎসার জন্য দ্রুত নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে৷ সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, রক্তক্ষরণ বন্ধ হয়েছে ছাত্রীর৷ আপাতত তার অবস্থা স্থিতিশীল৷

Advertisement

জানা যাচ্ছে, দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর বাড়ি দমদমে৷ সিবিএসই (CBSE) বোর্ডের পরীক্ষায় বৃহস্পতিবার ছিল ইংরাজি পরীক্ষা৷ প্রত্যেক দিনের মতোই সল্টলেকে সেন্টারে পরীক্ষা দিতে গিয়েছিল ওই ছাত্রী৷ পরীক্ষা শুরুও হয়ছিল৷ দুপুর দেড়টা নাগাদ পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল৷ জানা গিয়েছে, পরীক্ষা শেষ হওয়ার মিনিট কুড়ি আগে শৌচালয় যাওয়ার জন্য হল থেকে বের হয় ওই ছাত্রী৷ তারপর আর ফিরছিল না সে৷ সন্দেহ হয় পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক-শিক্ষিকাদের৷ তাঁরা শৌচালয়ের দরজার সামনে গিয়ে ছাত্রীকে ডাকাডাকি করেন৷

[আরও পড়ুন: সমকামী সম্পর্ক, উদ্দাম যৌনতা! বান্ধবীকে ‘বিয়ে’র পরই কোন্নগরে সন্তানকে খুন মায়ের]

দরজা ধাক্কা দিয়ে খুলে ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় শৌচালয়ের (Bathroom) মেঝেতে পড়ে থাকতে দেখেন তাঁরা৷ শরীরের একাধিক জায়গা থেকে গলগল করে রক্তপাত হতে দেখে কার্যত অবাক হন স্কুল কর্তৃপক্ষ৷ বিধাননগর কমিশনারেটের তদন্তকারীরা জখম পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারে, ওই ছাত্রীর মানসিক ভারসাম্যের সমস্যা হয়েছে সম্প্রতি৷ পরীক্ষা চলাকালীন সে হঠাৎ শৌচালয়ের ভিতরে ধারালো ছুরি (Knife) দিয়ে গলার নলি ও হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে৷ তবে কী কারণে ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করছিল, তা খতিয়ে দেখছে পুলিশ৷ বিধাননগর কমিশনারেটের এক আধিকারিক জানিয়েছেন, পরীক্ষাকেন্দ্রের ভিতর সে কীভাবে ধারালো ছুরি পেল, তার তদন্ত শুরু হয়েছে।

[আরও পড়ুন: ‘হাত বেঁধেছে আদালত, নইলে শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে রাজ্য পুলিশই’, দাবি অভিষেকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement