দিশা ইসলাম, বিধাননগর: পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের শৌচালয়ে ঢুকে আত্মহত্যার চেষ্টা করল উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরের চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সল্টলেকের (Salt Lake) নামী একটি স্কুলে৷ ছাত্রীর আত্মহত্যার চেষ্টার ঘটনার জেরে অন্য পরীক্ষার্থীরা তীব্র আতঙ্কিত হয়ে পড়ে৷ খবর পেয়ে পূর্ব থানার পুলিশ পরীক্ষাকেন্দ্রের শৌচালয় থেকে রক্তাক্ত অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করে৷ চিকিৎসার জন্য দ্রুত নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে৷ সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, রক্তক্ষরণ বন্ধ হয়েছে ছাত্রীর৷ আপাতত তার অবস্থা স্থিতিশীল৷
জানা যাচ্ছে, দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর বাড়ি দমদমে৷ সিবিএসই (CBSE) বোর্ডের পরীক্ষায় বৃহস্পতিবার ছিল ইংরাজি পরীক্ষা৷ প্রত্যেক দিনের মতোই সল্টলেকে সেন্টারে পরীক্ষা দিতে গিয়েছিল ওই ছাত্রী৷ পরীক্ষা শুরুও হয়ছিল৷ দুপুর দেড়টা নাগাদ পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল৷ জানা গিয়েছে, পরীক্ষা শেষ হওয়ার মিনিট কুড়ি আগে শৌচালয় যাওয়ার জন্য হল থেকে বের হয় ওই ছাত্রী৷ তারপর আর ফিরছিল না সে৷ সন্দেহ হয় পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক-শিক্ষিকাদের৷ তাঁরা শৌচালয়ের দরজার সামনে গিয়ে ছাত্রীকে ডাকাডাকি করেন৷
[আরও পড়ুন: সমকামী সম্পর্ক, উদ্দাম যৌনতা! বান্ধবীকে ‘বিয়ে’র পরই কোন্নগরে সন্তানকে খুন মায়ের]
দরজা ধাক্কা দিয়ে খুলে ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় শৌচালয়ের (Bathroom) মেঝেতে পড়ে থাকতে দেখেন তাঁরা৷ শরীরের একাধিক জায়গা থেকে গলগল করে রক্তপাত হতে দেখে কার্যত অবাক হন স্কুল কর্তৃপক্ষ৷ বিধাননগর কমিশনারেটের তদন্তকারীরা জখম পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারে, ওই ছাত্রীর মানসিক ভারসাম্যের সমস্যা হয়েছে সম্প্রতি৷ পরীক্ষা চলাকালীন সে হঠাৎ শৌচালয়ের ভিতরে ধারালো ছুরি (Knife) দিয়ে গলার নলি ও হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে৷ তবে কী কারণে ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করছিল, তা খতিয়ে দেখছে পুলিশ৷ বিধাননগর কমিশনারেটের এক আধিকারিক জানিয়েছেন, পরীক্ষাকেন্দ্রের ভিতর সে কীভাবে ধারালো ছুরি পেল, তার তদন্ত শুরু হয়েছে।