shono
Advertisement

Breaking News

Student

অঙ্ক পরীক্ষা খারাপ হওয়ায় ঘরছাড়া, পুলিশের তৎপরতায় উদ্ধার পড়ুয়া

পরীক্ষা খারাপ হলে বাড়ি ফিরব না বলে সহপাঠীকে জানিয়েছিল পড়ুয়া।
Published By: Amit Kumar DasPosted: 12:25 AM Feb 16, 2025Updated: 12:25 AM Feb 16, 2025

অর্ণব দাস, বারাসত: 'অঙ্কের পরীক্ষা খারাপ হলে বাড়ি ফিরব না'। সহপাঠীকে এমনই জানিয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষা আশানুরুপ না হওয়ায় সত্যিই বাড়ি ফিরল না রহড়া রামকৃষ্ণ মিশনের এক পড়ুয়া। এই ঘটনায় থানায় অভিযোগ জানানোর পর রীতিমতো তল্লাশি চালিয়ে পড়ুয়াকে খুঁজে বের করল পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, শনিবার পরীক্ষা শেষের পর দীর্ঘ ঘন্টা পেরিয়ে গেলেও দশম শ্রেণির ওই পড়ুয়া বাড়ি না ফেরার দুশ্চিন্তায় পড়ে পরিবার। খড়দহ ডাঙাপাড়া এলাকা বাসিন্দা ওই পড়ুয়ার পরিবারের তরফে রহড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়ে। এর ভিত্তিতে রাতেই পড়ুয়ার খোঁজে নামে পুলিশ। দীর্ঘ তল্লাশির পর ডাঙাপাড়ার পার্শ্ববর্তী অঞ্চল থেকে উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসা হয়। খবর দেওয়া হয় পরিবারকে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই পড়ুয়ার মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র করেছিল খড়দহ আইডিয়াল স্কুলে। সময়মত পরীক্ষাও দিতে গিয়েছিল সে। কিন্তু পরীক্ষা শেষ হয়ে হলেও ছাত্র বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়ে পরিবার। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও মাধ্যমিক পরীক্ষার্থীর সন্ধান না মেলায় রহড়া থানায় দারস্ত হন তারা। নিখোঁজ ছাত্রের বাবা বলেন, "বাংলা ও ইংরেজি দুটো পরীক্ষাই ভালো দিয়েছে। অংক পরীক্ষাও ভালো হবে জানিয়েছিল। কিন্তু এক সহপাঠীকে আবার বলেছিল অংক পরীক্ষা খারাপ হলে বাড়ি ফিরব না। তাই, প্রশ্ন কঠিন হওয়ায় পরীক্ষা ভালো দিতে পারেনি বলেই মনে হয় বাড়ি ফেরেনি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরীক্ষা আশানুরুপ না হওয়ায় বাড়ি ফিরল না রহড়া রামকৃষ্ণ মিশনের এক পড়ুয়া।
  • ঘটনায় থানায় নিখোঁজ ডায়েরি পরিবারের।
  • বেশ কয়েক ঘণ্টার পর পড়ুয়াকে উদ্ধার করল রহড়া থানার পুলিশ।
Advertisement