সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেবারে ঠিক পড়েছেন! কোনও ভুল-চুক হয়নি।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়া বানিয়ে ফেলেছেন এমনই আজব এক পর্নোগ্রাফি ওয়েবসাইট। যেখানে ভার্চুয়ালি হস্তমৈথুন করলেই চিকিৎসার জন্য টাকা পাবেন প্রস্টেট আর ওভারিয়ান ক্যানসারের রোগীরা।
ওয়েবসাইটির নামও এই হস্তমৈথুন সংক্রান্ত- আইজাস্টকাম ডট অর্গ (ijustcum.org)।
এবং, এখানেই দেখা দিচ্ছে প্রশ্ন। ওয়েবসাইটে গিয়ে ভার্চুয়ালি হস্তমৈথুন সম্ভব হবে কী ভাবে?
সহজ ব্যাপার। তার জন্য একটা বাটন তৈরি করেছেন এই দুই পড়ুয়া। সেই বাটনটিতে লেখা আছে আইজাস্টকেম (‘IJUSTCAME!’)। প্রতিটি পর্ন ভিডিওর নিচে এই বাটনটি থাকবে। ওই বাটনটায় ক্লিক করলেই একজন করে ক্যানসার-আক্রান্ত রোগী চিকিৎসার সুযোগ পাবেন। প্রতি পনেরো মিনিট অন্তর একজন ব্যক্তি একটি ডেস্কটপ বা ল্যাপটপ বা স্মার্টফোন থেকে সাকুল্যে দু’বার বাটনটি ক্লিক করতে পারবেন।
এভাবে যত ইউজার এবং তাঁদের ফিডব্যাক বাড়বে, ততই চিকিৎসার পথ সুগম হবে ক্যানসার-আক্রান্ত রোগীদের।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই পড়ুয়া জানিয়েছেন, সমাজসেবার লক্ষ্যেই তাঁদের এহেন অভিনব পদক্ষেপ!
তবে, এটাই প্রথম নয়। এর আগে এই একই ওয়েবসাইট ব্যক্তিগত পরিসরে টেস্ট ড্রাইভ করে লাখখানেক টাকা তাঁরা তুলে দিয়েছিলেন একটি স্বেচ্ছাসেবি সংস্থার হাতে। সেই সাফল্যে উদ্বুদ্ধ হয়েই এবার শুরু হল আইজাস্টকাম ডট অর্গ-এর যাত্রা।
The post নয়া পর্ন ওয়েবসাইটে হস্তমৈথুন করলেই সমাজসেবা! appeared first on Sangbad Pratidin.