shono
Advertisement

উচ্চমাধ্যমিকে অকৃতকার্য, পাশ করানোর দাবিতে জেলায় জেলায় পথ অবরোধ পড়ুয়াদের

অকৃতকার্য হওয়ার কারণ জানতে চেয়ে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ।
Posted: 06:48 PM Jun 13, 2022Updated: 09:19 AM Jun 14, 2022

সংবাদ প্রতিদিন ব্যুরো: উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হওয়ায় এবার রাজ্যের বিভিন্ন জেলায় অবরোধে নামল ছাত্রছাত্রীরা। সোমবার বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করেন উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফেল করা দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার সারেঙ্গাবাদ হাই স্কুল ও যজ্ঞেশ্বরী গার্লস হাই স্কুলের পড়ুয়ারা। পাশ করিয়ে দেওয়ার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বনগাঁ কুমুদিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরাও। শিলিগুড়ির মোট ৮ স্কুলের পড়ুয়ারা অকৃতকার্য হওয়ার কারণ জানতে চেয়ে দীর্ঘক্ষণ হাসমিচক অবরোধ করেন।

Advertisement

মহেশতলার সারেঙ্গাবাদ হাই স্কুল ও যজ্ঞেশ্বরী গার্লস হাই স্কুলের পড়ুয়াদের দাবি, পরীক্ষায় পাশ করাতে হবে। যজ্ঞেশ্বরী গার্লস হাই স্কুলের ছাত্রীদের অভিযোগ, ১০০ জন পরীক্ষা দিয়েছিলেন। যাঁদের মধ্যে ৭০ জনই অকৃতকার্য। এত সংখ্যক পরীক্ষার্থী কীভাবে অসফল হতে পারেন, তা নিয়েই প্রশ্ন তুলেছেন ছাত্রীরা। বেশিরভাগই ইংরেজিতে পাশ করতে পারেননি। তাঁদের অভিযোগ, স্কুলের মাধ্যমিক পরীক্ষায় ভাল নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীরাও উচ্চমাধ্যমিকে অকৃতকার্যের তালিকায় রয়েছেন। যা একেবারেই অসম্ভব। পরীক্ষার উত্তরপত্রগুলির সঠিক মূল্যায়ন হয়নি বলেই দাবি তাঁদের।

[আরও পড়ুন: রাহুল-সোনিয়া-প্রিয়াঙ্কার হাওয়ালা কেলেঙ্কারিতে জড়িয়ে কলকাতার নামও, অভিযোগে সরব BJP]

অবরোধকারীদের হঠাতে এদিন মহেশতলা এবং বজবজ থানার পুলিশ, ডিএসপি (শিল্প) নিরুপম ঘোষের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছলে তাঁদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন ছাত্রছাত্রীরা। যা একসময় দু’পক্ষের মধ্যে কার্যত হাতাহাতির পর্যায়েও পৌঁছযে যায়। প্রায় ঘণ্টা দেড়েক বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করে রাখা হয়। বিক্ষোভকারীদের বুঝিয়ে শেষ পর্যন্ত পথ অবরোধমুক্ত করে পুলিশ।

একই ছবি ধরা পড়ে বনগাঁতেও। পাশ করিয়ে দেওয়ার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বনগাঁ কুমুদিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। যশোর রোডের বাটা মোড় অবরোধ করেন তাঁরা। তাঁদের বক্তব্য, সিলেবাসে নানা বদল, কখনও অনলাইন, কখনও অফলাইন- এই সব নানাবিধ সমস্যা তৈরি হয়েছিল পরীক্ষার আগে। তার পরও এতটা খারাপ পরীক্ষা তাঁরা দেননি যে ফেল করবেন। তাঁদের কথায়, “আমাদের থেকে অনেকেই খারাপ পরীক্ষা দিয়ে পাশ করেছে। তাই আমাদেরও পাশ করিয়ে দিতে হবে।” স্কুল সূত্রে জানা গিয়েছে, এ বছর এই স্কুল থেকে ২৭৯ জন ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের মধ্যে ৩৭ জন ইংরেজি-সহ বিভিন্ন বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এদিন স্কুলের তরফে তালিকা প্রকাশিত হওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রীরা। পরে যদিও পুলিশ ও স্কুলের আশ্বাসে অবরোধ ওঠে। একই দাবিতে আধ ঘণ্টারও বেশি সময় শিলিগুড়ির হাসমিচক অবরোধ করেন সেখানকার মোট আটটি স্কুলের পড়ুয়ারা। অকৃতকার্য হওয়ার কারণ জানতে চেয়ে সরব তাঁরা।

দেখুন ভিডিও। 

[আরও পড়ুন: ইসলাম বিরোধী মন্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ, প্রবাসীদের দেশে পাঠানোর সিদ্ধান্ত কুয়েতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার