shono
Advertisement

হিন্দু হস্টেলের দাবিতে প্রেসিডেন্সির গেটে তালা, ঢুকতেই পারলেন না উপাচার্য

দেখুন পড়ুয়াদের বিক্ষোভের ভিডিও৷   The post হিন্দু হস্টেলের দাবিতে প্রেসিডেন্সির গেটে তালা, ঢুকতেই পারলেন না উপাচার্য appeared first on Sangbad Pratidin.
Posted: 02:09 PM Sep 10, 2018Updated: 02:09 PM Sep 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু হস্টেল ফেরানোর দাবিতে ফের ছাত্র বিক্ষোভ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে৷  সমাবর্তনের আগের দিন বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দিলেন পড়ুয়ারা৷ দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হল উপাচার্য অনুরাধা লোহিয়া-সহ অন্যন্য অধ্যাপকদের৷ সোমবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গর্ভনিং বডির বৈঠক ছিল৷ কিন্তু, গর্ভনিং বডির সদস্যদেরও বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেননি বিক্ষোভকারীরা৷ শেষপর্যন্ত ফিরে যেতে হয় উপাচার্য, অধ্যাপক ও প্রেসিডেন্সির গর্ভনিং বডির সদস্যদের৷ এদিকে পড়ুয়াদের গেট বন্ধ করে বিক্ষোভের সমালোচনা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও৷

Advertisement

[ বনধ মোকাবিলায় তৎপর প্রশাসন, শহরের রাস্তায় চলছে অতিরিক্ত বাস ]

 হিন্দু হস্টেল চালুর দাবিতে আন্দোলনে নেমেছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ গত মাসে হস্টেলের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠেছিল বিশ্ববিদ্যালয় চত্বর৷   রাজারহাটের হস্টেল কার্যত খালি করে প্রেসিডেন্সিতে অবস্থান বিক্ষোভে বসেছিলেন পড়ুয়ারা৷  বিক্ষোভের মুখে পড়েছিলেন উপাচার্য অনুরাধা লোহিয়া৷ তাঁর অফিসের সামনে জামাকাপড়ও ঝুলিয়ে দিয়েছিলেন পড়ুয়ারা৷  এমনকী, কয়েক মাস আগে যখন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি প্রদর্শনীর উদ্বোধন করতে যান রাজ্যপাল তথা আচার্য কেশরীনাথ ত্রিপাঠী, তখন তাঁর সামনেও বিক্ষোভ দেখান হিন্দু হস্টেলের আবাসিকরা৷  কিন্তু, সমস্যার সুরাহা হয়নি৷  সোমবার সকালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে গেটে তালা ঝুলিয়ে দিলেন পড়ুয়ারা৷  উপাচার্য অনুরাধা লোহিয়া-সহ অন্য অধ্যাপক, গর্ভনিং বডির সদস্য, এমনকী অশিক্ষক কর্মীদেরও ভিতরে ঢুকতে দেওয়া হয়নি৷  দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থেকে ফিরে যান তাঁরা৷  

এদিকে মঙ্গলবার আবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান৷ তার ঠিক আগের দিন পড়ুয়াদের বিক্ষোভে ক্ষুদ্ধ উপাচার্য অনুরাধা লোহিয়া৷  তাঁর সাফ কথা, কোনওভাবেই বেআইনি কাজ বরদাস্ত করা হবে না৷   পড়ুয়ারা এভাবে আন্দোলন করতে পারেন না৷  এদিন পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারত বনধের ডাক দিয়েছে কংগ্রেস ও বাম৷ যদিও ধর্মঘটের সঙ্গে প্রেসিডেন্সির গেটে তালা ঝোলানোর কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন আন্দোলনরত পড়ুয়াদের৷  প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ পড়ুয়াই থাকেন কলেজ স্ট্রিট চত্বরের হিন্দু হস্টেল বা সাবেক ইডেন হস্টেলে৷  ২০১৫ সালে সংস্কারের জন্য হস্টেলটি খালি করে দেয় বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষ। কিন্তু, তিন বছরেও হস্টেল সংস্কারের কাজ শেষ হয়নি৷ এখন রাজারহাটের একটি হস্টেলে থাকেন প্রেসিডেন্সির পড়ুয়ারা৷   তাঁদের অভিযোগ, প্রতিদিন রাজারহাট থেকে কলেজ স্ট্রিটে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আসতে প্রচুর সময় লেগে যাচ্ছে৷  ফলে পড়াশোনার ক্ষতি হচ্ছে৷ অবিলম্বে ফের হিন্দু হস্টেলে খোলার দাবি তুলেছেন পড়ুয়ারা৷  

দেখুন ভিডিও:

[সমকামে বাড়তে পারে এইডসের প্রকোপ, উদ্বিগ্ন চিকিৎসকরা’

The post হিন্দু হস্টেলের দাবিতে প্রেসিডেন্সির গেটে তালা, ঢুকতেই পারলেন না উপাচার্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement