shono
Advertisement

ডারবানে সেঞ্চুরি করে অন্য ভঙ্গিমায় উচ্ছ্বাস বিরাটের, কারণ জানেন কি?

রহস্য ফাঁস করলেন ভারতীয় অধিনায়ক। The post ডারবানে সেঞ্চুরি করে অন্য ভঙ্গিমায় উচ্ছ্বাস বিরাটের, কারণ জানেন কি? appeared first on Sangbad Pratidin.
Posted: 08:57 PM Feb 03, 2018Updated: 01:25 PM Sep 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর আক্রমণাত্মক মেজাজ ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল বিজ্ঞাপন। কোনও ক্যাচ, ভাল বোলিংয়ে তাঁর উচ্ছ্বাসে মেন ইন ব্লুর মেজাজ বুঝে যায় প্রতিপক্ষরা। বিরাট কোহলির শরীরী ভাষা আন্তর্জাতিক ক্রিকেটের ভাষা যেন বদলে দিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দাপুটে সেঞ্চুরি বিরাট একটু অন্যরকমভাবে সেলিব্রেশন করেন। যাতে মজেছেন ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

[অস্ট্রেলিয়াকে হারিয়ে চতুর্থবার যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত]

কী এমন নতুনত্ব রয়েছে এই সেলিব্রেশনে? তেত্রিশতম শতরান করার পর দেখা যায় বিরাট দুবার আঙুল নিচে নামিয়ে কিছু বোঝানোর চেষ্টা করেন। তাঁর উদ্দেশ্য ঠিক কী এই নিয়ে নানা জল্পনা শুরু হয়। অবশেষে সেই রহস্য ফাঁস করলেন স্বয়ং ভারতীয় অধিনায়ক। জানিয়ে দিলেন, ওই সেঞ্চুরি সত্যিকারে স্পেশ্যাল। জোহানেসবার্গ টেস্ট জয়ের সুবাদে আত্মবিশ্বাস নিয়ে টিম ইন্ডিয়া ডারবানে গিয়েছিল। প্রথম ম্যাচে দল একটা ভাল পার্টনারশিপ চাইছিল। কোহলি মনs করেন, যখন হাতে উইকেট থাকবে তখন টার্গেটের পিছনে দৌড়ানো সহজ হয়ে যায়। গোটা দুনিয়ায় বিরাট ভাল খেললেও দক্ষিণ আফ্রিকায় কোনও ওয়ান ডে ম্যাচে তাঁর সেঞ্চুরি নেই। সেই আক্ষেপ মেটায় ভারত অধিনায়ক এভাবে উচ্ছ্বাস দেখান। তৃতীয় উইকেটে রাহানের সঙ্গে রেকর্ড ১৮৯ রানের পার্টনারশিপ গড়েন বিরাট। কোহলি শেষ পর্যন্ত ১১২ রানে আউট হন। রাহানে থামেন ৭৯ রানে। দুই ব্যাটসম্যানের দাপটে ২৭ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় টিম ইন্ডিয়া।

[এতদিনে অধ্যাবসায়ের সঠিক পুরস্কার পেলেন রাহুল দ্রাবিড়]

দক্ষিণ আফ্রিকায় প্রথম একদিনের ম্যাচ জিতে বিরাটরা বুঝিয়ে দিয়েছে টেস্টের মতো ৫০ ওভারের ক্রিকেটে কেন তারা বিশ্বের কঠিন প্রতিপক্ষ। ডু প্লেসির দাপুটে সেঞ্চুরির পরও খেলা থেকে হারিয়ে যায়নি কোহলির ভারত। তবে প্রথম একদিনের ম্যাচে ভারতীয় অধিনায়কের বাঁ হাঁটুতে সামান্য চোট লাগে। ফিল্ডিংয়ের সময় মাঠ থেকে দুবার বেরিয়েও যান বিরাট। তবে আঘাত যে তেমন গুরুতর নয় তা জানিয়ে দিয়েছেন তিনি। বিরাট বলছেন এখন সুস্থ। দ্বিতীয় একদিনের ম্যাচে ঝাঁপিয়ে পড়তে তৈরি। ৬ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

The post ডারবানে সেঞ্চুরি করে অন্য ভঙ্গিমায় উচ্ছ্বাস বিরাটের, কারণ জানেন কি? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার