সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভায় মনোনীত হলেন সুধা মূর্তি (Sudha Murthy)। আন্তর্জাতিক নারী দিবসেই এই কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী জানান, নারী শক্তির প্রতীক হিসাবেই রাজ্যসভায় (Rajya Sabha) মনোনীত করা হয়েছে সমাজকর্মী সুধা মূর্তিকে।
[আরও পড়ুন: হিজাবের পালটা গেরুয়া স্কার্ফ, ফের বিতর্কে উত্তাল কর্নাটকের কলেজ]
ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির স্ত্রী হলেও স্বতন্ত্র পরিচয় রয়েছে সুধা মূর্তির। টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানির প্রথম মহিলা ইঞ্জিনিয়ার হিসাবে কাজ শুরু করেন তিনি। পরে অবশ্য ইনফোসিসে যোগ দেন। সমাজকল্যাণমূলক কাজকর্মের জন্যও পরিচিত তাঁর নাম। তাছাড়াও একাধিক বই প্রকাশ করেছেন সুধা। তাঁর কাজের স্বীকৃতি হিসাবে ২০০৬ সালে পদ্মশ্রী পুরস্কার পান। ২০২৩ সালে তাঁর হাতে পদ্মভূষণ সম্মান তুলে দেয় ভারত সরকার।
এবার রাজ্যসভার সদস্য হিসাবে মনোনয়ন পেলেন সুধা। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী এই খবর প্রকাশ করেন। মোদির (Narendra Modi) কথায়, ” সুধা মূর্তিকে রাজ্যসভার সদস্য হিসাবে মনোনয়ন দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সমাজের নানা ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে। সমাজকল্যাণমূলক কাজে ও শিক্ষাবিদ হিসাবে তাঁর কাজ সকলকে অনুপ্রেরণা জোগায়। রাজ্যসভায় তাঁর উপস্থিতি আমাদের নারীশক্তির বার্তা দেয়। দেশের ভাগ্য তৈরি করতে মহিলাদেরও সম্ভাবনা রয়েছে, সেই কথাই প্রতিফলিত হচ্ছে এই মনোনয়নে। রাজ্যসভার সদস্য হিসাবে তাঁর আগামী দিনগুলোর জন্য শুভেচ্ছা জানাই।” তবে রাজ্যসভায় মনোনীত হওয়ার পরে সুধা মূর্তির কোনও প্রতিক্রিয়া মেলেনি।