shono
Advertisement
Madhya Pradesh

সেতু থেকে পড়ল যাত্রীবোঝাই গাড়ি, দুই শিশু-সহ মৃত একই পরিবারের ৮ জন

১৫ জন যাত্রী নিয়ে একটি গাড়ি প্রায় ১৫০ ফুট নিচে পড়ে যায়।
Published By: Gopi Krishna SamantaPosted: 06:24 PM Apr 22, 2025Updated: 06:28 PM Apr 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈদ্যর কাছ থেকে ওষুধ নিয়ে ফেরার পথে ভয়ংকর দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে শুকিয়ে যাওয়া নদীতে পড়ল যাত্রীবোঝাই গাড়ি। দুর্ঘটনায় দুই শিশু এবং পাঁচ মহিলা-সহ আটজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম হয়েছেন আরও ছ’জন। মঙ্গলবার সকালে মধ্যপ্রদেশের দামো জেলায় দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এদিন সকাল ১০:১৫ নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ জন যাত্রী নিয়ে একটি গাড়ি নিচে পড়ে যায়। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে দামো জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে গ্রিন করিডর করে আহতদের উন্নত চিকিৎসার জন্য জব্বলপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার তদন্তকারী আধিকারিক অরবিন্দ সিং জানিয়েছেন, ঘটনাস্থলেই ছ’জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও দু'জনের মুত্যু হয়। মৃতদের মধ্যে ৮ ও ১০ বছর বয়সি দু'জন শিশু রয়েছে। দুর্ঘটনার পর দামোর সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সৌরভ গন্ধর্ব, লোকাল থানার ওসি এবং বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা দুর্ঘটনাস্থলে যান।

এদিকে সোমবার জব্বলপুর-রাইসেন রোডে পথ দুর্ঘটনায় একই পরিবারের ছ’জনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সকলেই একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন। মঙ্গলবার ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল আটজনের। পরপর দু'দিনের ঘটনায় সে রাজ্যের পথ নিরাপত্তায় পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে শুকনো নদীতে পড়ল যাত্রী বোঝাই গাড়ি।
  • দুর্ঘটনায় দুজন শিশু এবং পাঁচ মহিলা সহ আটজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
  • সোমবার জব্বলপুর-রাইসেন রোডে পথ দুর্ঘটনায় একই পরিবারের ছ’জনের মৃত্যু হয়।
Advertisement