shono
Advertisement

চুপি চুপি শাহরুখের আলিবাগের বাংলোতে সুহানা-অগস্ত্য! হাতেনাতে পড়লেন ধরাও

জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমায় একসঙ্গে কাজ করেন সুহানা-অগস্ত্য।
Published By: Akash MisraPosted: 01:19 PM Dec 27, 2024Updated: 01:19 PM Dec 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমিতাভের নাতি অগস্ত্যর প্রেমে যে একেবারে হাবুডুবু শাহরুখকন্যা সুহানা। তা বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে। কখনও বিদেশের মাটিতে রাতভর পার্টি, তো কখনও দিওয়ালিতে একসঙ্গে রাত্রিযাপন। কখনও আবার রেস্তরাঁ, ক্যাফেতে একান্ত আলাপচারিতায়, তো কখনও একসঙ্গে আউটিং। আর এবার চুপি চুপি শাহরুখের আলিবাগের বাংলোতে পৌঁছলেন সুহানা ও অগস্ত্য। সূত্রের খবর, বছর শেষের পার্টির আয়োজন করতেই নাকি বাংলোতে গোপনে দেখা করেছেন এই স্টারকিড। তবে বলে না, প্রেম লুকিয়ে রাখা খুবই কঠিন। আর তাই তো পাপারাজ্জিদের ক্যামেরার চোখ এড়াতে পারলেন না সুহানা ও অগস্ত্য। ছবি শিকারিরা রীতিমতো হাতেনাতে ধরে ফেলল এই দুই প্রেমিক জুটিকে।

Advertisement

বচ্চনদের পরিবারে সর্বসাকুল্যে এখন একটাই পুত্রসুন্তান। কারণ অভিষেক-ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা। অন্যদিকে জয়া-অমিতাভের মেয়ে শ্বেতাকন্যা নভ্যা নভেলি। তিনি নাতি-নাতনিই বিগ বির চোখের মণি। তবে অগস্ত্য, দিদা জয়া আর মামা অভিষেকের খুবই প্রিয়। তাঁর সঙ্গেই শাহরুখ-গৌরীর মেয়ে সুহানা খানের ‘প্রেমচর্যা’র জল্পনা ইন্ডাস্ট্রির অন্দরে।

বলিউডে পা রাখার আগে থেকেই গুঞ্জনে ছিল শাহরুখ খানের আদরের মেয়ে সুহানা ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রেমের গপ্পো। মাঝে মধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হোতো দুজনের ছবি-ভিডিও। এর পর জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমায় একসঙ্গে কাজ করেন সুহানা-অগস্ত্য। প্রেমের জল্পনা আরও জোরদার হয়। একাধিকবার একসঙ্গে সময় কাটাতে দেখা যায় দুই স্টারকিডকে।

 

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চুপি চুপি শাহরুখের আলিবাগের বাংলোতে পৌঁছলেন সুহানা ও অগস্ত্য।
  • অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রেমের গপ্পো।
Advertisement