সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দুই আগেই ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে বহিস্কারের দাবি তুলেছিল আপ। এবার খোদ আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করলেন, দিল্লিতে আম আদমি পার্টিকে রুখতে জোট বেঁধে কাজ করছে কংগ্রেস ও বিজেপি। কেজরিওয়ালের অভিযোগ, বিজেপি সরাসরি লড়াইয়ে না পেরে সন্দীপ দীক্ষিতদের মতো কংগ্রেস নেতাদের ব্যবহার করছে।
কেন এই অভিযোগ কেজরিওয়ালের। আসলে এর নেপথ্যে রয়েছেন নয়াদিল্লি আসনের কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত। আসলে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে দিল্লিতে আপ সরকার যে মহিলা সম্মান নিধি চালু করেছে, সেই মহিলা সম্মানে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছেন সন্দীপ। তিনি সরাসরি উপরাজ্যপালের কাছে ওই প্রকল্প নিয়ে নালিশ ঠুকে দিয়েছেন। যা নিয়ে আবার তদন্তেরও নির্দেশ দিয়েছেন উপরাজ্যপাল।
আসলে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে দিল্লির আপ সরকার মহিলা সম্মান প্রকল্প চালু করেছে। ১৮ বছরের ঊর্ধ্বে সব মহিলাকে মাসে এক হাজার টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অতিশীর সরকার। অরবিন্দ কেজরিওয়াল প্রতিশ্রুতি দিয়েছেন, এবার ক্ষমতায় ফিরলে ওই প্রকল্পে অনুদান হাজার টাকা থেকে বাড়িয়ে ২১০০ টাকা করে দেওয়া হবে। সন্দীপ দীক্ষিত অভিযোগ করেছেন, প্রকল্পের জন্য অবৈধ ভাবে উপভোক্তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে আপ। এমনকী সেজন্য পাঞ্জাব থেকে গোয়েন্দা কর্মীদেরও আনা হয়েছে। সন্দীপের অভিযোগের ভিত্তিতেই আপের ওই প্রকল্প খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন উপরাজ্যপাল।
কংগ্রেস নেতার এই ভূমিকায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ আপ। কেজরিওয়াল সোজা বলে দিচ্ছেন, "সরাসরি লড়াই করার সাহস বিজেপির নেই। তাই তারা সন্দীপ দীক্ষিতকে ব্যবহার করা হচ্ছে। আপকে আটকাতে হাত মিলিয়েছে বিজেপি-কংগ্রেস।"