সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগদাদের উত্তরে একটি বিয়েবাড়িতে জোড়া ফিদায়েঁ বিস্ফোরণে মৃত অন্তত ২৬ জন৷ বৃহস্পতিবার বাগদাদ প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ওই বিস্ফোরণে অন্তত কয়েক ডজন মানুষ আহত হয়েছেন৷ আইএস জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে খবর৷
বুধবার, এক ফিদায়েঁ জঙ্গি শরীরে বিস্ফোরক বোঝাই বেল্ট বেধে বিয়েবাড়িতে ঢুকে পড়ে৷ বাগদাদ থেকে ১৩০ কিলোমিটার দূরে তিখরিতের হাজাজ প্রদেশে প্রথম বিস্ফোরণটি ঘটে৷ সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, প্রথম বিস্ফোরণের পর আক্রান্তরা যখন নিরাপদ স্থানের দিকে ছুটে যাচ্ছিলেন, তখনই আরেক জঙ্গি দ্বিতীয় বিস্ফোরণটি ঘটায়৷ বিস্ফোরণে মৃত ২৬ জনের মধ্যে অধিকাংশই শিশু৷ এই বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৬৭ জন৷
কোনও জঙ্গি গোষ্ঠী এখনও হামলার দায় স্বীকার না করলেও ইসলামিক স্টেটের বিরুদ্ধে আঙুল তুলেছে প্রশাসন৷ যেখানে বিস্ফোরণ হয়েছে সেই এলাকায় জঙ্গিদের প্রবল আধিপত্য রয়েছে বলে জানা গিয়েছে৷ মসুল শহর হাতছাড়া হওয়ায় ইরাকি সেনার বিরুদ্ধে চোরাগোপ্তা হামলা শুরু করেছে জঙ্গিরা৷ মসুলে জঙ্গিদের পরাজয়ের দিক থেকে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতেই এদিনের হামলা বলে মনে করছে প্রশাসন৷