টিটুন মল্লিক, বাঁকুড়া: এবার আইনি বিচ্ছেদের পথে সৌমিত্র-সুজাতা। মঙ্গলবার বাঁকুড়া আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন জানালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। দুজনের সম্মতিক্রমেই এই বিবাহ বিচ্ছেদের আবেদন বলেই খবর। সুজাতার কথায়, “ওই লোকটা চরিত্রহীন। ওর সঙ্গে থাকতে চাই না।”
এর আগেও বিবাহ বিচ্ছেদের আবেদন করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সৌমিত্র খাঁ। কিন্তু সেই সময় তাঁকে ডিভোর্স দিতে রাজি ছিলেন না সুজাতা। এরপর গঙ্গা দিয়ে প্রচুর জল বয়ে গিয়েছে। গত শনিবার ফের বাঁকুড়া আদালতের দ্বারস্থ হন সৌমিত্র। বিবাহ বিচ্ছেদের আবেদন জানান। এরপর মঙ্গলবার একই আবেদন জানালেন সুজাতাদেবীও। এ প্রসঙ্গে বিজেপি সাংসদের আইনজীবী সোমনাথ রায়চৌধুরী জানান, “শনিবারই বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন সৌমিত্র। এদিন কলকাতা থেকে সুজাতাদেবীর আইনজীবী এসে একই আবেদন জানালেন।” যৌথ সম্মতিতেই এই বিবাহ বিচ্ছেদের মামলা রুজু হল বলেই খবর।
[আরও পড়ুন: বিরিয়ানি-চাপের চেয়েও বেশি আকর্ষণীয় মেসি-এমবাপের লড়াই! বিয়েবাড়িতে ব্রাত্য ভোজপর্ব]
সৌমিত্র-সুজাতার দাম্পত্য জীবনে টানাপোড়েন শুরু গত বছর। রাজনীতির ময়দানে বরাবর একসঙ্গে লড়াই করলেও সুজাতা মণ্ডল খাঁ (Sujata Mandal Khan) ২০২১-এ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে (TMC) যোগ দেন। তার পরপরই সাংবাদিক বৈঠক করে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন সৌমিত্র। সেদিন প্রকাশ্যে স্ত্রীর জন্য চোখের জল ফেলতেও দেখা গিয়েছিল বিজেপি সাংসদকে। রাজনীতির প্রভাব ব্যক্তিগত জীবনে পড়া কখনই উচিত নয়, এই কথা পালটা শোনা গিয়েছিল সুজাতার মুখে। বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পর দু’বার স্ত্রীকে আইনি নোটিস পাঠিয়েছিলেন সৌমিত্র। তাতে বিশেষ সাড়া দেননি সুজাতা। কারণ, তিনি স্বামীকে ভালবাসেন। তাঁর নামে শাঁখা-সিঁদুর পরেন, বিচ্ছেদের কথা ভাবছেনই না। এমনই জানিয়েছিলেন সাংসদের স্ত্রী।
শোনা গিয়েছে, পরে অবশ্য ডিভোর্সের জন্য তিনি স্বামীকে বেশ কয়েকটি শর্ত দেন। যা মেনে নিতে পারেননি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। এবার তাই চূড়ান্ত পদক্ষেপ নিয়ে সরাসরি আদালতের দ্বারস্থ হলেন। দায়ের করলেন বিবাহ বিচ্ছেদের মামলা। কিন্তু সেই সময় সুজাতা ডিভোর্স দিতে না চাওয়ায় মামলা প্রত্যাহার করেছিলেন সাংসদ। এবার এবার সেই স্বামীকেই ‘চরিত্রহীন’ বলে কটাক্ষ করে বিচ্ছেদ চাইলেন সুজাতা।