shono
Advertisement

সব্যসাচী দত্তর ব্যাটন ধরতে চলেছেন সুজিত বসু! জোর জল্পনা রাজনৈতিক মহলে

সূত্রের খবর, শুক্রবারই বিধাননগরের ভোটার হতে চেয়ে আবেদন করেছেন দমকল মন্ত্রী৷ The post সব্যসাচী দত্তর ব্যাটন ধরতে চলেছেন সুজিত বসু! জোর জল্পনা রাজনৈতিক মহলে appeared first on Sangbad Pratidin.
Posted: 08:48 PM Jul 19, 2019Updated: 12:24 PM Jul 20, 2019

কলহার মুখোপাধ্যায়, বিধাননগর: সব্যসাচী অতীত৷ বিধাননগর পুরসভার আগামী মেয়র হিসাবে যখন তাপস চট্টোপাধ্যায় ও কৃষ্ণা চক্রবর্তীর নাম নিয়ে জোর জল্পনা চলছে, তখনই চিত্রনাট্যে প্রবেশ ঘটল এক নয়া চরিত্রের৷ তিনি আর কেউ নন, রাজ্যের দমকল প্রতিমন্ত্রী সুজিত বসু৷ অসমর্থিত সূত্রে খবর, বিধাননগর পুরসভার আগামী মেয়র হতে পারেন বিধাননগরের বিধায়ক৷ কানাঘুষোয় শোনা যাচ্ছে তাপস চট্টোপাধ্যায় ও কৃষ্ণা চক্রবর্তীর রেষারেষি থামাতে এবার নাকি সুজিত বসুকে মেয়রের পদে বসানোর প্রস্তুতি শুরু করেছে শাসকদল৷ যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে এখনও কোনও সদুত্তর পাওয়া যায়নি৷ 

Advertisement

[ আরও পড়ুন: ‘বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ছুতমার্গ নেই’, এবার তৃণমূলকে জোট বার্তা সোমেন মিত্র’র]

প্রসঙ্গত, এই জল্পনার পালে হাওয়া তুলেছে শুক্রবারের আরও একটি ঘটনা৷ সূত্রের খবর, দক্ষিণ দমদমের ভোটার সুজিত বসু এদিন বিধাননগরের ভোটার হতে চেয়ে ফর্ম জমা দিয়েছেন৷ এই মর্মে বিধাননগরের এসডিও-র কাছে একটি আবেদন করেছেন তিনি ও তাঁর স্ত্রী৷ বিশেষজ্ঞরা বলছেন, পুরআইন অনুযায়ী, পুরসভার মেয়র হতে গেলে, সেই পুর এলাকার ভোটার হতেই হয়৷ সেদিক থেকে দেখলে সুজিত বসুর বিধাননগরের মেয়র হওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায় ছিল, তিনি বিধাননগরের ভোটার নন৷ রাজনৈতিক মহলের মতে, সেই সংকট মোচনের ব্যবস্থা করে মেয়র হওয়ার পথ সুগম করতে চাইছেন দমকল মন্ত্রী৷

জানা গিয়েছে, যদি সুজিত বসু বিধাননগরের পরবর্তী মেয়র হন, তবে আরও একটি বিষয়ে ইতিহাস সৃষ্টি করবেন তিনি৷ সংশোধিত পুরআইন অনুযায়ী, কাউন্সিলর না হয়েও, এখন কেউ মেয়র হতে পারেন৷ সেক্ষেত্রে ছ’মাসের মধ্যে কোনও একটি ওয়ার্ড থেকে জিতে আসতে হবে ওই ব্যক্তিকে৷ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি সুজিত বসু বিধাননগরের আগামী মেয়র হন, তবে তিনিই হবেন এ রাজ্যের প্রথম মেয়র, যাঁর ক্ষেত্রে এই আইনটি প্রথমবার কার্যকর হবে৷

এখানেই শেষ নয়, সুজিত বসুকে পরবর্তী মেয়র করতে চেয়ে আরও একটা ব্যাখ্যা দিয়েছে তৃণমূলের একাংশ৷ তাঁদের মতে, পদত্যাগী মেয়র সব্যসাচী দত্তকে নিয়ে যেদিন থেকে বিতর্ক তৈরি হয়েছে, তখন থেকেই পরবর্তী মেয়র হিসাবে নাম ভাসছে তাপস চট্টোপাধ্যায় ও কৃষ্ণা চক্রবর্তীর৷ ফলে বিধাননগরের ডেপুটি-মেয়র ও চেয়ারম্যানের মধ্যে জোর লড়াই চলছে৷ এই পরিস্থিতিতে তাপস ও কৃষ্ণা, দু’জনেরই কাছের মানুষ সুজিতকে মেয়র পদে বসিয়ে, সেই লড়াইয়ের অবসান ঘটাতে চাইছে দল৷ সেজন্যই অনেকে মনে করছেন, এই জল্পনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

[ আরও পড়ুন: রোজভ্যালিকাণ্ডে ৬ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডিকে তদন্তে সহযোগিতার আশ্বাস প্রসেনজিতের ]

The post সব্যসাচী দত্তর ব্যাটন ধরতে চলেছেন সুজিত বসু! জোর জল্পনা রাজনৈতিক মহলে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement