সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবারের ঘটনা থেকে শিক্ষা। পুলিশের বাধা এড়াতে কৌশলী বিজেপি। সড়কপথে নয়, মঙ্গলবার বসিরহাট (Basirhat) পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচি সফল করতে ট্রেনে বসিরহাটের উদ্দেশে রওনা দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁর নেতৃত্বে ৩০ জনের প্রতিনিধি দল যাচ্ছে বসিরহাট। দুপুর ১টা নাগাদ তাঁরা নিরাপত্তারক্ষী-সহ হৃদয়পুর (Hridaypur) স্টেশন থেকে বসিরহাট লোকালে উঠে পড়েন। ফলে দুপুরের লোকাল ট্রেনে ভিড় বাড়ে। অসুবিধায় পড়েন নিত্যযাত্রীরা।
সন্দেশখালি (Sandeshkhali) কাণ্ডে শেখ শাহজাহানের গ্রেপ্তারি, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বসিরহাট জেলা পুলিশের কার্যালয় ঘেরাও কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি (BJP)। নেতৃত্বে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাম্প্রতিক পরিস্থিতিতে বোঝাই যাচ্ছিল, পুলিশি বাধা আসবে। তা এড়াতে মঙ্গলবার শিয়ালদহ-হাসনাবাদ শাখার হৃদয়পুর স্টেশনে হাজির হয়ে যান সুকান্ত মজুমদার, ইন্দ্রনীল খাঁ-সহ রাজ্য নেতৃত্বের সদস্যরা। রয়েছেন বেশ কয়েকটি সাংগঠনিক জেলার সভাপতি-সহ বিজেপি কর্মী, সমর্থকরা। শিয়ালদহ থেকে ১২টা ১৮ মিনিটে ছেড়ে আসা হাসনাবাদ লোকালে চড়ে হৃদয়পুর স্টেশন থেকে বসিরহাটের উদ্দেশে রওনা হন।
[আরও পড়ুন: ছাত্রীরাই পুরোহিত! সরস্বতী পুজোর আগে প্রশিক্ষণ পুরুলিয়ার এই কলেজে]
বিজেপির যাত্রাপথ সম্পর্কে জানা যাচ্ছে, বসিরহাট স্টেশনে নেমে সেখান থেকে তাঁরা সড়কপথে সংগ্রামপুরের এসপি অফিসের উদ্দেশে রওনা দেবেন। সড়কপথে পুলিশ তাঁকে আটকাতে পারে, এই আশঙ্কায় তিনি লোকাল ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
[আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলায় শহরে অভিযান ইডির, সল্টলেক-সহ একাধিক জায়গায় তল্লাশি]
এদিকে, বিজেপির এসপি অফিস (SP office) ঘেরাও অভিযান রুখতে বসিরহাটকে কার্যত চক্রব্যুহে ঘিরে ফেলেছে পুলিশ। আনা হয়েছে জলকামান, কাঁদানে গ্যাসের শেল। এসপি অফিসের ৫০০ মিটার পর্যন্ত ব্যারিকেড দেওয়া হয়েছে। ফলে বিজেপি তা ভেঙে এগোতে চাইলে ধস্তাধস্তির আশঙ্কা থাকছে।
দেখুন ভিডিও: