shono
Advertisement

গায়ে হাত দেয় মহিলা পুলিশ! টাকির অশান্তিতে ‘শ্লীলতাহানি’র অভিযোগ সুকান্তর

আর কী বললেন সুকান্ত?
Posted: 08:51 PM Feb 19, 2024Updated: 08:51 PM Feb 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকির অশান্তি নিয়ে বিস্ফোরক রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুললেন তিনি। যা নিয়ে শোরগোল রাজ্য-রাজনীতিতে।

Advertisement

সরস্বতী পুজোর সকালে বিজেপির সন্দেশখালি অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল টাকি। পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েন সুকান্ত মজুমদার। পুলিশের তরফে তাঁকে টেনে নামানোর চেষ্টা করা হয়। গাড়ি এগোনো ও পিছনোও হয়। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন বিজেপি সাংসদ। হাসপাতালে ভর্তিও ছিলেন তিনি। সুস্থ হয়ে সোমবার সাংবাদিক বৈঠক করেন সুকান্ত। সেখানেই তাঁর শ্লীলতাহানির অভিযোগ তোলেন তিনি।

[আরও পড়ুন: বিরিয়ানির বদলে জিরা রাইস! গ্রাহক-কর্মী অশান্তিতে ধুন্ধুমার রেস্তরাঁয়]

সুকান্তর কথা, “প্রথমে একজন মহিলা পুলিশকর্মী গাড়ির বনেটে উঠে আমার হাত চেপে ধরেন। একজন পুরুষ যদি মহিলার হাত ধরেন তাহলে শ্লীলতাহানি বলা হয়। একজন মহিলা বিনা অনুমতিতে পুরুষের হাত ধরলে কেন শ্লীলতাহানি কেন বলা হবে না?” তাঁর পা ধরে টানাটানি করা হয়েছে বলে অভিযোগও করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর আপ্ত সহায়ককে গাড়িতে উঠতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

[আরও পড়ুন: সহবাসের পর বিয়েতে ‘না’, প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা তরুণীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement