সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার বর্ডার গাভাসকর সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। ২০১৭ সালের পর ২০২১-এ বহু বাধা পেরিয়ে সেই ঐতিহাসিক সিরিজ জয়। এবার হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে রয়েছেন রোহিত শর্মারা। এবারও যে তারা সিরিজ জিতবেন, সে বিষয়ে আশাবাদী ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর।
বছরের শেষেই অস্ট্রেলিয়া উড়ে যাবে টিম ইন্ডিয়া। এ বছরের ২২ নভেম্বর প্রথম টেস্ট হবে পার্থে। গত কয়েক বছর সিরিজ শুরু হয়েছিল ব্রিসবেনে। অ্যাডিলেডের ওভাল স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর। যা দিন-রাতের পিঙ্ক বলের টেস্ট। গতবার দিন-রাতের টেস্টে মাত্র ৩৬ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। তার পর দুরন্ত কামব্যাক করে সিরিজ জিতে নেয় ভারত।
[আরও পড়ুন: বৃষ্টিতে ম্যাচ বাতিলের মধ্যেও সুখবর মহামেডানে, কলকাতা লিগের সুপার সিক্সে ইসরাফিলরা]
এবারও তার ব্যতিক্রম হবে না। বরং দাপটের সঙ্গেই বর্ডার গাভাসকর ট্রফি জিতবেন রোহিতরা। ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকর বলছেন, "সিরিজটা দুর্দান্ত হবে, এই নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ দুই দলেই প্রচুর প্রতিভাবান ক্রিকেটার আছেন। এটা প্রমাণ করে যে টেস্ট ক্রিকেটই আজও সব ফরম্যাটের মধ্যে পছন্দের। আমার অনুমান, ভারত এই সিরিজে ৩-১ ব্যবধানে জিতবে।" অস্ট্রেলিয়া কোথায় পিছিয়ে সেটাও বলে দিচ্ছেন গাভাসকর। তিনি বলেন, "ওপেনিংয়ে ওদের সমস্যা রয়েছে। বিশেষ করে ডেভিড ওয়ার্নারের অবসরে তা আরও বেড়েছে। তাছাড়া মিডল অর্ডারও নড়বড়ে।"
[আরও পড়ুন: রোনাল্ডোর ইউটিউব চ্যানেলে বিরাট? RCB-র পোস্ট ঘিরে জল্পনা নেটদুনিয়ায়]
তবে রোহিত শর্মাদেরও সাবধান করে রাখছেন গাভাসকর। তিনি জানাচ্ছেন, "সাধারণত 'সেনা' দেশগুলিতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) ভারতের শুরুটা খুব দ্রুত গতির হয় না। ফলে প্রথম টেস্টটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আগে প্রথম শ্রেণির ম্যাচ না খেলে তাহলে কিন্তু সেটা সমস্যা হয়ে দাঁড়াবে। যেহেতু কয়েকটা টেস্ট ম্যাচের মধ্যে এক সপ্তাহের বিরতি রয়েছে।" তাতেও যে রোহিতদের সিরিজ জিততে সমস্যা হবে না, সেই বিষয়ে নিশ্চিত গাভাসকর।