shono
Advertisement

‘দারুণ ছন্দে রয়েছে বুমরাহ’, তারকা বোলারকে দরাজ সার্টিফিকেট দিলেন গাভাসকর

এশিয়া কাপ ও বিশ্বকাপেও একই ছন্দ ধরে রাখবে ভারত, আশাবাদী লিটল মাস্টার।
Posted: 12:12 PM Sep 12, 2023Updated: 12:12 PM Sep 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জশপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) প্রশংসায় ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। চোট সারিয়ে আয়ারল্যান্ড সফরে দলে ফিরেছিলেন ভারতের তারকা পেসার। চলতি এশিয়া কাপে বুমরাহ নিজের সেরা ছন্দের খোঁজে।

Advertisement

সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দেয় ভারত। তার পরে সুনীল গাভাসকর ভারতের তারকা পেসারের প্রশংসা করে বলেন, ”জশপ্রীত বুমরাহ দারুণ ছন্দে রয়েছে। উইকেটের দুই দিকে সুইং করাচ্ছিল। বল কোন দিকে যাচ্ছে, বাবর আজমের মতো বিশ্বমানের ব্যাটার পর্যন্ত বুঝতে পারেনি। ভারতীয় দল তৈরি বলেই মনে হচ্ছে। এশিয়া কাপ (Asia Cup 2023) ও বিশ্বকাপে একই ছন্দ ধরে রাখবে বলেই মনে হচ্ছে।” 

[আরও পড়ুন: কোন ছকে পাক ব্যাটিংকে ধ্বংস করলেন? জানিয়ে দিলেন পাঁচ উইকেট নেওয়া কুলদীপ]

ভারত-পাক ম্যাচ যদি বৃষ্টিতে ধুয়ে যেত তাহলে রোহিত শর্মারা ফাইনালে যেত কিনা সন্দেহ রয়েছে। লিটল মাস্টার বলছেন, ”পাকিস্তান ম্যাচ যদি বৃষ্টির জন্য ভেস্তে যেত তাহলে ভারতকে নিয়ে সন্দেহ ছিল। পাকিস্তানের বিরুদ্ধে অল রাউন্ড পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় দল। ভারত আগাগোড়া প্রাধান্য দেখিয়ে গিয়েছে।”

ভারত দুমড়েমুচড়ে হারিয়েছে পাকিস্তানকে। পাক দল কি ফিরতে পারবে? গাভাসকর বলছেন, ”দল যদি ভাল হয়, তাহলে অতীতের ফলাফল প্রভাব ফেলে না। আগের ম্যাচ নিয়ে বেশি ভাবলে আগামী ম্যাচ নিয়ে কেউ ভাবে না। আমার মনে হয় না পাকিস্তান একই ভুল বারংবার করবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাল খেলবে পাকিস্তান বলেই মনে হয়।”

[আরও পড়ুন: কেন বিরাটকে ম্যাচের সেরার পুরষ্কার দেওয়া হবে? মেজাজ হারালেন গম্ভীর!]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement