ভারত- ২ (সুনীল ছেত্রী ২)
কেনিয়া- ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড- সমর্থকরা এভাবেই ডাকতে পছন্দ করেন সুনীল ছেত্রীকে৷ আর কেন তাঁকে কিংবদন্তি বলা হয়, তা আরও একবার প্রমাণ করলেন ভারত অধিনায়ক৷ ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে দুটো বিশ্বমানের গোল উপহার দিলেন সুনীল৷ জোড়া গোলের নায়ক দেশের হয়ে গোলের নিরিখে ছুঁয়ে ফেললেন মেসিকে৷ আর তাঁর জোড়া গোলে ভর করেই চ্যাম্পিয়নের খেতাব পকেটে পুরে নিল টিম ইন্ডিয়া৷
[ট্যাটু দেখে চিনতে পারবেন নিজেদের প্রিয় সাত ফুটবলারকে?]
গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর কেউ কেউ আশঙ্কা করছিলেন আবার তীরে এসে তরী ডুববে নাতো? চোখ ধাঁধানো পারফরম্যান্সে সেই সব আশঙ্কা ছুড়ে ফেলে দিলেন স্টিভেন কনস্ট্যান্টাইনের ছেলেরা৷ নিউজিল্যান্ড ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ফাইনালে কোনও ভুল করেননি কোচ স্টিভেন কনস্ট্যান্টাইন৷ শেষ ম্যাচে যে ৭ জন ফুটবলারকে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁদের প্রত্যেককেই এদিন প্রথম একাদশে খেলান ভারতীয় কোচ৷ সেরা একাদশ নামতেই চেনা ছন্দে দেখা গেল ভারতকে৷
[বিশ্বকাপে মহাকাশ যোগ! মেসিদের জন্য বল আসছে অন্তরীক্ষ থেকে]
মেগা ফাইনালের শুরু থেকেই প্রতি-আক্রমণের স্ট্র্যাটেজি নিয়ে নামে ভারত৷ বল-দখলের জন্য খুব একটা তাড়াহুড়ো করতে দেখা গেল না ভারতীয় ফুটবলারদের৷ কিন্তু জেজে-সুনীলের জোড়া হামলার প্রতি-আক্রমণে বারবারই দিশেহারা দেখাচ্ছিল কেনিয়ার ডিফেন্ডারদের৷ ম্যাচের অষ্টম মিনিটেই প্রথম গোলটি পেয়ে গেল ভারত৷ প্র্যাক্টিসে সেট-পিস অনুশীলন করার ফল পেলেন সুনীল ছেত্রী৷ বক্সের ডান দিকের সেট পিস থেকে হালকা করে সুনীলের জন্য বল বাড়িয়ে দেন অনিরূদ্ধ থাপা৷ রানিং বলে দুর্দান্ত শট, নিখুঁত প্লেসমেন্টে প্রথম গোল সুনীলের৷ দ্বিতীয় গোলটিও এল সেই প্রতি-আক্রমণ থেকেই৷ এবারে সন্দেশ জিঙ্ঘানের লং বলকে অসাধারণ দক্ষতায় নিয়ন্ত্রণে আনেন ভারত অধিনায়ক৷ আগুয়ান কেনিয়া গোলকিপারের ডান দিক দিয়ে আবারও নিখুঁত প্লেসমেন্টে জালে বল জড়িয়ে দেন সুনীল৷ জোড়া গোল হাতে নিয়েই দ্বিতীয়ার্ধে নামে ভারত৷ জোড়া গোলের নিরাপত্তা থাকার কারণেই হয়ত দ্বিতীয়ার্ধে বেশ খানিকটা ডিফেন্সিভ হয়ে পড়েন ভারতীয় ফুটবলাররা৷ বেশ কয়েকবার আক্রমণ শানায় কেনিয়া৷ তবে, শেষ পর্যন্ত দুর্গ অটুট রেখে জয় নিশ্চিত করেন প্রীতম কোটাল, সন্দেশ জিংঘান, গুরপ্রিত সিং সাঁধুরা৷
[রাশিয়ায় আর্জেন্টিনার বেসক্যাম্পে এলাহি খানাপিনা, আলাদা ঘর পেলেন না মেসি!]
ফাইনালে জোড়া গোলের সুবাদে অনবদ্য রেকর্ডের মালিক হলেন ভারত অধিনায়ক৷আন্তর্জাতিক গোলের বিচারে ছুঁয়ে ফেললেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে৷ দেশের হয়ে ১০২ ম্যাচে সুনীলের গোলসংখ্যা গিয়ে দাঁড়াল ৬৪৷ মেসিরও আন্তর্জাতিক ফুটবলে গোল রয়েছে ৬৪টি ৷ কিন্তু সুনীল ছেত্রীর থেকে বেশ কয়েকটি ম্যাচ বেশি খেলেছেন বার্সা-তারকা৷ সক্রিয় আন্তর্জাতিক গোলস্কোরারদের তালিকায় এই মুহূর্তে মেসির সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারত অধিনায়ক৷ সুনীলের আগে রয়েছেন আর এক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ আন্তর্জাতিক ফুটবলে তাঁর গোলসংখ্যা ৮১৷
The post ম্যাজিশিয়ান সুনীলের জোড়া গোলে ধরাশায়ী কেনিয়া, ইন্টারকন্টিনেন্টাল কাপ জয় ভারতের appeared first on Sangbad Pratidin.