shono
Advertisement

ম্যাজিশিয়ান সুনীলের জোড়া গোলে ধরাশায়ী কেনিয়া, ইন্টারকন্টিনেন্টাল কাপ জয় ভারতের

মেসিকে ছুঁয়ে ফেললেন ফাইনালে জোড়া গোলের নায়ক৷ The post ম্যাজিশিয়ান সুনীলের জোড়া গোলে ধরাশায়ী কেনিয়া, ইন্টারকন্টিনেন্টাল কাপ জয় ভারতের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:24 PM Jun 10, 2018Updated: 08:29 PM Aug 21, 2018

ভারত- ২ (সুনীল ছেত্রী ২)

Advertisement

কেনিয়া- ০ 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড- সমর্থকরা এভাবেই ডাকতে পছন্দ করেন সুনীল ছেত্রীকে৷ আর কেন তাঁকে কিংবদন্তি বলা হয়, তা আরও একবার প্রমাণ করলেন ভারত অধিনায়ক৷ ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে দুটো বিশ্বমানের গোল উপহার দিলেন সুনীল৷ জোড়া গোলের নায়ক দেশের হয়ে গোলের নিরিখে ছুঁয়ে ফেললেন মেসিকে৷ আর তাঁর জোড়া গোলে ভর করেই চ্যাম্পিয়নের খেতাব পকেটে পুরে নিল টিম ইন্ডিয়া৷

[ট্যাটু দেখে চিনতে পারবেন নিজেদের প্রিয় সাত ফুটবলারকে?]

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর কেউ কেউ আশঙ্কা করছিলেন আবার তীরে এসে তরী ডুববে নাতো? চোখ ধাঁধানো পারফরম্যান্সে সেই সব আশঙ্কা ছুড়ে ফেলে দিলেন স্টিভেন কনস্ট্যান্টাইনের ছেলেরা৷ নিউজিল্যান্ড ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ফাইনালে কোনও ভুল করেননি কোচ স্টিভেন কনস্ট্যান্টাইন৷ শেষ ম্যাচে যে ৭ জন ফুটবলারকে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁদের প্রত্যেককেই এদিন প্রথম একাদশে খেলান ভারতীয় কোচ৷ সেরা একাদশ নামতেই চেনা ছন্দে দেখা গেল ভারতকে৷

[বিশ্বকাপে মহাকাশ যোগ! মেসিদের জন্য বল আসছে অন্তরীক্ষ থেকে]

মেগা ফাইনালের শুরু থেকেই প্রতি-আক্রমণের স্ট্র্যাটেজি নিয়ে নামে ভারত৷ বল-দখলের জন্য খুব একটা তাড়াহুড়ো করতে দেখা গেল না ভারতীয় ফুটবলারদের৷ কিন্তু জেজে-সুনীলের জোড়া হামলার প্রতি-আক্রমণে বারবারই দিশেহারা দেখাচ্ছিল কেনিয়ার ডিফেন্ডারদের৷ ম্যাচের অষ্টম মিনিটেই প্রথম গোলটি পেয়ে গেল ভারত৷ প্র্যাক্টিসে সেট-পিস অনুশীলন করার ফল পেলেন সুনীল ছেত্রী৷ বক্সের ডান দিকের সেট পিস থেকে হালকা করে সুনীলের জন্য বল বাড়িয়ে দেন অনিরূদ্ধ থাপা৷ রানিং বলে দুর্দান্ত শট, নিখুঁত প্লেসমেন্টে প্রথম গোল সুনীলের৷ দ্বিতীয় গোলটিও এল সেই প্রতি-আক্রমণ থেকেই৷ এবারে সন্দেশ জিঙ্ঘানের লং বলকে অসাধারণ দক্ষতায় নিয়ন্ত্রণে আনেন ভারত অধিনায়ক৷ আগুয়ান কেনিয়া গোলকিপারের ডান দিক দিয়ে আবারও নিখুঁত প্লেসমেন্টে জালে বল জড়িয়ে দেন সুনীল৷ জোড়া গোল হাতে নিয়েই দ্বিতীয়ার্ধে নামে ভারত৷ জোড়া গোলের নিরাপত্তা থাকার কারণেই হয়ত দ্বিতীয়ার্ধে বেশ খানিকটা ডিফেন্সিভ হয়ে পড়েন ভারতীয় ফুটবলাররা৷ বেশ কয়েকবার আক্রমণ শানায় কেনিয়া৷ তবে, শেষ পর্যন্ত দুর্গ অটুট রেখে জয় নিশ্চিত করেন প্রীতম কোটাল, সন্দেশ জিংঘান, গুরপ্রিত সিং সাঁধুরা৷

[রাশিয়ায় আর্জেন্টিনার বেসক্যাম্পে এলাহি খানাপিনা, আলাদা ঘর পেলেন না মেসি!]

ফাইনালে জোড়া গোলের সুবাদে অনবদ্য রেকর্ডের মালিক হলেন ভারত অধিনায়ক৷আন্তর্জাতিক গোলের বিচারে ছুঁয়ে ফেললেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে৷ দেশের হয়ে ১০২ ম্যাচে সুনীলের গোলসংখ্যা গিয়ে দাঁড়াল ৬৪৷ মেসিরও আন্তর্জাতিক ফুটবলে গোল রয়েছে ৬৪টি ৷ কিন্তু সুনীল ছেত্রীর থেকে বেশ কয়েকটি ম্যাচ বেশি খেলেছেন বার্সা-তারকা৷ সক্রিয় আন্তর্জাতিক গোলস্কোরারদের তালিকায় এই মুহূর্তে মেসির সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারত অধিনায়ক৷ সুনীলের আগে রয়েছেন আর এক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ আন্তর্জাতিক ফুটবলে তাঁর গোলসংখ্যা ৮১৷

 

The post ম্যাজিশিয়ান সুনীলের জোড়া গোলে ধরাশায়ী কেনিয়া, ইন্টারকন্টিনেন্টাল কাপ জয় ভারতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement